Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 3 February, 2021 10:08 PM IST
Flower Cultivation (Image Credit - Google)

কোন কৃষক যদি স্বল্প ব্যয়ে বেশী মুনাফা অর্জন করতে চান, তবে ঐতিহ্যবাহী ফসলের পাশাপাশি নগদ ফসলের চাষ করতে পারেন। হ্যাঁ, নগদ ফসলে লাভের সম্ভাবনা সময়ের সাথে সাথে বাড়ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বসবাসকারী কত কৃষক আজ ফুলচাষ থেকে ভাল আয় করছেন। এখানে কৃষকরা এই সময়ে ফুলের চাষ করে লাভবান হচ্ছেন।  

ব্যবসায়িক পদ্ধতিতে শাক-সব্জি, মাঠের ফসল পুরোপুরি জৈব উপায়ে না করা গেলেও সৌন্দর্য্য ও গুণমানের উপর নির্ভর ফুল ব্যসায়ীক ভাবে বা বাগানবিলাসীদের জন্যও রাসায়নিক সার ছাড়া পুরো জৈব উপায়ে চাষ সম্ভব। পরীক্ষায় দেখা গেছে কেঁচো সার ও অন্যান্য জৈব উপাদান সমৃদ্ধ মাটিতে ফুলের স্থায়ীত্ব ও গুণমান বেড়েছে।

জমিতে গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা বা বোতাম ও গোলাপ ফুল ইত্যাদি চাষে প্রযুক্তি প্যাকেজের মূল কথা জৈব বস্তু সমৃদ্ধ মাটি।

প্রথমে বিঘা প্রতি ২০ কুইন্টাল গোবর সার বা ১০ কুইন্টাল কেঁচো সারের সঙ্গে ট্রাইকোডার্মা + সিউডোমোনাস সমৃদ্ধ করে সঙ্গে ২০০ কেজি নিমখোল + ২ কেজি নিম দানা + ২ কেজি হিউমিক অ্যাসিড + ১ কেজি জৈব উৎসেচক দিয়ে গভীর চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।

রজনীগন্ধার ক্ষেত্রে নিমাটোড প্রতিরোধী “প্রোজ্জ্বল” জাতের চাষের সঙ্গে জমিতে জৈব সারের সঙ্গে ১ কেজি প্যাসিলোমাইসিস দিতে হবে। গোলাপে ৫০ / ৬০ কেজি ছাই দিলে ভালো।

সকল ক্ষেত্রে গাছ / চারা বাড়বৃদ্ধির সঙ্গে নিমজাত কৃষিবিষ  / নিমবীজ নির্যাস জৈব ছত্রাকনাশকদের সঙ্গে ২/৩ বার স্প্রে করে রাখুন (৭/ ১০ দিনের ) ব্যবধানে।

গাঁদা, রজনীগন্ধার মতো ব্যবসায়ীক চাষের ফুলে ২০ / ২৫ দিনে ও ৪০/৪৫ দিনে ২০ কেজি নিম বা অন্য রোগ বিহীন খোলের সঙ্গে ৫ কেজি জৈব দানা বিঘা প্রতি চাপানে প্রয়োগ করুন।

টবে ফুল ও পাতা বাহার চাষের জন্য জৈব মাটি মিশ্রণ প্যাকেজ (Organic Soil Mix Package for Tub Flower and Leaf Cultivation) - 

সেট – ১

দোঁয়াশ মাটি  ৩ ভাগ
গোবর বা কেঁচো সার ১ ভাগ
খোয় (পচানো)  ৫০-১০০ গ্রাম
হাড় গুঁড়ো ৫০-১০০ গ্রাম
কাঠের ছাই ৫০-১০০ গ্রাম
জৈব উৎসেচক দানা ১০ – ১৫ গ্রাম

আরও পড়ুন - কপি সবজির জন্য জৈব চাষ প্যাকেজ (Organic cultivation)

সেট – ২

এঁটেল / পলিমাটি ৩ ভাগ
গোবর বা কেঁচো সার ১ ভাগ
পাতা পচা সার ১/২ ভাগ
হাড় গুঁড়ো ৫০-১০০ গ্রাম
কাঠের ছাই ৫০-১০০ গ্রাম
জৈব উৎসেচক দানা ১০ – ১৫ গ্রাম

ফুল ও পাতাবাহার অনুযায়ী মাটি পাল্টানো ও পচা খোলের সঙ্গে কেঁচোসার দিয়ে মাঝে মধ্যে (মাসে এক বার) খোল পঁচানো জল ও জৈব দানা ১/২ চামচ দেবেন।

তথ্য - ড: শুভদীপ নাথ

আরও পড়ুন - জৈব কৃষির একটি সহজ নিয়ন্ত্রন ব্যবস্থা তরল সার (Organic Farming)

English Summary: In this season earn extra money by cultivating flowers organically
Published on: 03 February 2021, 08:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)