এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 10 December, 2021 5:12 PM IST
পেঁয়াজের চাষ

মহারাষ্ট্রে অসময়ে বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি কাজে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ বছর আবহাওয়া পরিবর্তনের কারণে আঙ্গুর, কলা, কাজু ও পেঁয়াজের মতো ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে উৎপাদন কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃষ্টি শুরু হলে পেঁয়াজ কিভাবে রক্ষা করা যায়।এটি কৃষকদের জন্য একটি বড় সমস্যা।কারণ বৃষ্টি হলে পেঁয়াজ নষ্ঠ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দেখে নিন কিভাবে  পেঁয়াজ সংরক্ষণ করা যায় ।

আরও পড়ুনঃ অল্প বিনিয়োগে অ্যালোভেরা চাষ করে ৫ গুণ লাভ করতে পারবেন

পেঁয়াজ রক্ষা করার জন্য কৃষকদের কয়েকটি টিপস

জমিতে স্প্রে করার আগে বৃষ্টির পূর্বাভাস দেখতে হবে। স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়, তাহলে কৃষকদের সময় এবং অর্থ উভয়ই নষ্ট হবে। এছাড়া বৃষ্টির সময় স্প্রে করা ফসলের জন্য বিপজ্জনক হতে পারে। কৃষিবিদ-এর পরামর্শ অনুযায়ী বৃষ্টির কারণে মাটিতে অতিরিক্ত জল থাকায় পেঁয়াজে কীটনাশকের কোনো প্রভাব পড়ে না।  তাই দুই দিন পর পর স্প্রে করলে ফসল ভাল হবে।

আরও পড়ুনঃ ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানতে ক্লিক করুন

পেঁয়াজের বীজ বপন থেকে কাটা পর্যন্ত সঠিক পরিচর্যার প্রয়োজন। কারণ ফসলটি স্বল্পস্থায়ী হয় এবং রোগ দেখা দিলে তা সরাসরি ফসলের উপর প্রভাব ফেলে, তাই ছত্রাকনাশক ব্যবহার বাধ্যতামূলক।

১৫ লিটার জলের জন্য, ৩০ মিলি ওষুধ মিশাতে হবে, এই মিশ্রণটি এক একর জমিতে স্প্রে করতে হবে। 

আরও পড়ুনঃ Paddy leaf diseases remedies: জেনে নিন ধান চাষের পাতামোড়ানো পোকার আক্রমণ দমনের উপায়

English Summary: Learn how to protect onions from rain
Published on: 10 December 2021, 05:12 IST