ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানতে ক্লিক করুন

ভারতবর্ষে ধানের সর্বাধিক ফলন হয় আমাদের পশ্চিবঙ্গে। ভারতের শতকরা ৭০ জন মানুষের কাছে কৃষিই প্রধান জীবিকা।

Saikat Majumder
Saikat Majumder
ধান ক্ষেত (paddy farming)

ভারতবর্ষে ধানের সর্বাধিক ফলন হয় আমাদের পশ্চিমবঙ্গে। ভারতের শতকরা ৭০ জন মানুষের কাছে কৃষিই প্রধান জীবিকা। দেশের জাতীয় আয়ের প্রায় ৫০ শতাংশ কৃষি থেকেই আসে।ধান চাষ বছরে তিনবার হয়। প্রথমে ‘আউষ’ এরপর ‘আমন’, তারপরে রবি হয়।

বর্তমানে ভারতে তিন ধরনের গুটি ইউরিয়া তৈরি হয়। ধান চাষের ক্ষেত্রে সারের যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। ধানের যখন শীষ উঠবে তার এক সপ্তাহ আগে শুধু নাইেট্রাজেন সার দিলে ভালো ফলন হয়। এই সময় নাইেট্রাজেন প্রয়োগ করলে গাছ বড় হয় এবং শীষের শাখাপ্রশাখা এবং দানার সংখ্যা বেশি হয়।

সাধারণ ইউরিয়া অথবা অ্যামোনিয়াম সালফেট যে কোনও একটি প্রয়োগ করতে হবে। সাধারণ ইউরিয়াই আজকাল বেশি জনপ্রিয়।গাছে নাইট্রোজেন প্রাপ্তি দীর্ঘায়িত হয় এবং বহুলাংশে বৃদ্ধি পায় গুটি ইউরিয়া প্রয়োগে নাইট্রোজেন এর অপচয় বহুলাংশে হ্রাস পায়।

এটা গ্যাস হয়ে বাতাসে মিশে যায় না, জলের স্রোতে অন্য জমি বা মাটির বেশি গভীরে চলে যায় না। ইউরিয়া কম লাগে ইউরিয়ার কার্যকারিতা বাড়ার ফলে এর প্রয়োজনীয়তা জমিভেদে শতকরা প্রায় ৪০ ভাগ পর্যন্ত কমে যায়।

ধানচাষে জলের প্রয়োজনীয়তা খুব বেশি। বৃষ্টি কম হলে সেচের ব্যবস্থা করতে হবে কারণ ফুল আসার সময় এবং দানা গঠনের সময় উপযুক্ত জল থাকা উচিত। আগাছা তৈরি হলে, সেগুলো কয়েকদিন পরে পরে নিড়ান দিয়ে তুলে দিতে হবে।

ধানের বিভিন্ন রকম ব্যাকটেরিয়ালজাত রোগ হলে বাইথেন-এম-৪০ ৩ লিটার জলে মিশিয়ে ধান ক্ষেতে স্প্রে করুন। ২-৩ বার এরকম স্প্রে করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

আরও পড়ুুুন

জেনে নিন কাউন চাষের সঠিক পদ্ধতি

PMSYM - কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কৃষকরা প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা

Published On: 02 December 2021, 12:58 PM English Summary: Click to know the scientific method of paddy cultivation

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters