এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 June, 2021 1:48 PM IST
Monsoon Crop (Image Credit - Google)

মূলত বর্ষায় সব্জি চাষের আগে বীজের যত্ন নিতে হবে | তবে, প্রচুর ফলন বৃদ্ধি হবে | বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর দৈনন্দিন জীবনযাত্রা জোর ধাক্কা খেয়েছে৷ করোনা আবহ ও লকডাউনে প্রতিটি ক্ষেত্রে আর্থিক টানাপোড়েন ৷ কাজ হারিয়েছেন বহু কৃষক | এছাড়াও, ঘূর্ণিঝড়ে হয়েছে কয়েক কোটি টাকার ফসল নষ্ট | আর এই করোনা ভাইরাসের মধ্যেই কখনও ঘূর্ণিঝড়, তো কখনও পঙ্গপালের হানা | সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতিতে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকবন্ধুরা |

এরই মাঝে বর্ষার আগমনে (Monsoon 2021) আশায় বুক বাঁধছেন চাষী ভাইয়েরা | প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষক৷ চলতি মরসুমে কোন কোন সবজি চাষে অধিক ফলন (Profitable Vegetables) পাওয়া যেতে পারে তারই ওপর জোর দিচ্ছেন এখন অনেকে৷ কিন্তু, তার আগে এই বর্ষায় কিভাবে শস্যের যত্ন নেবেন সে সম্পর্কে জানা জরুরি |

বর্ষায় কি কি ফসল লাভজনক (Profitable crops)?

এ বিষয়ে উল্লেখ্য, বর্ষায় কুমড়ো জাতীয় যে সব সবজি (Monsoon Vegetable Seeds) রয়েছে সেইসব সব্জি  চাষে কৃষকেরা লাভের মুখ দেখতে পারেন অনায়াসে | ঝিঙে, স্কোয়াস (এর অসংখ্য উপকারিতার রয়েছে, যেমন এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান হিসেবে কাজ করে যা আমাদের হজমশক্তি বৃদ্ধি করে এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করে। সেই সঙ্গে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় অন্ত্রের ক্রিয়াপ্রক্রিয়া ঠিক রাখতেও সাহায্য করে) | করলা, শসা এই সব সবজি আপনাকে বর্তমান পরিস্থিতিতেও দেবে প্রচুর উপার্জনের সুযোগ | সর্বোপরি, বর্ষাকালীন পেঁয়াজ চাষেও কৃষকরা সাফল্যের মুখ দেখবেন অনায়াসে | যা স্বল্প ব্যয়ে উৎপাদন করে মোটা টাকা ঘরে তোলা যায় |

ফসলের  যত্ন-আত্তি (Crops Care):

কৃষি বিজ্ঞানীদের মতে, বর্ষায় এই সব সবজি চাষের (Monsoon Vegetable Seeds) দিকে কৃষকেরা জোর দিতে পারেন৷ তবে ফসলকে রোগ-জীবাণু মুক্ত রাখতে পারলে তবেই এটি বাস্তবায়িত হবে৷ তবে এর জন্য বারবার কীটনাশকের প্রয়োগ করলে সব্জি ফলনে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে৷ উপরোক্ত সবজিগুলির চাষের আগে বীজের পরিচর্যা প্রয়োজন৷ এর জন্য প্রতি কেজি বীজে ১-২ গ্রাম হারে কার্বেন্ডেজিম প্রয়োগ করতে হবে |

সবজিতে রুট গ্রন্থি রোগের প্রকোপ রোধ করতে হলে প্রথমে বীজ বপনের আগে প্রতি হেক্টরে কার্বোফিউরন ২৫ কেজি ছড়িয়ে দিতে হবে | এর পাশাপাশি এই রোগের শিকার হয়েছে যে গাছগুলি সেগুলিকে উপড়ে ফেলে দিতে হবে | যদি সবজি গাছের পাতা কুঁকড়ে যায় বা মুড়ে যায় তাহলে তা মোজাইক রোগের কারণে হয়েছে | এটি রুখতে অ্যাসিফেট, ডাইমিথোয়েট, ইমিডাক্লোপ্রিড কমপক্ষে এক লিটার জলে দিয়ে মিশিয়ে নিতে হবে এবং তা ফসলে ছড়িয়ে দিতে হবে | তবে, এই বর্ষায় খেয়াল রাখতে হবে যেসব গাছ বেশি জলাবদ্ধ সহ্য করতে পারেনা তাদের শেডের নিচে রাখতে হবে |

আরও পড়ুন - Ice Apple Farming: আপনিও কি মিষ্টি তাল শাঁস চাষে ইচ্ছুক? জেনে নিন কৌশল

মনে রাখতে হবে বর্ষায় এই সব সবজি থেকে তখনই ভালো ফলন পাবেন যখন তা সঠিক উপায়ে উৎপাদন করবেন | শুধু উন্নত মানের বীজ হলেই হবে না, সেই বীজের পরিচর্যা, জমির পরিচর্যা, সঠিক পদ্ধতিতে বীজ বপন, পরবর্তী যত্ন এই সব কিছুতে নজর দিতে হবে, তবেই লাভের মুখ দেখতে পারবেন | প্রয়োজনে, কৃষি দপ্তরের সাহায্য নিয়ে কীটনাশকের ব্যবস্থা করতে পারেন | এছাড়া, জৈব সার হিসাবে নিম তেল, নিম খোল খুবই উপকারী |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Citrus Crop - লেবু গোত্রীয় ফসলে কৃমি জাতীয় রোগ নিয়ন্ত্রণ-এর সহজ উপায়

English Summary: Monsoon Crop Care: How to take care of the crop in the rainy season?
Published on: 10 June 2021, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)