কালো গম স্বাস্থ্যের জন্য উপকারী, জেনে নিন এর বিশেষত্ব হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস
Updated on: 10 January, 2022 12:01 PM IST
রজনীগন্ধা ফুল চাষ

রজনীগন্ধা ফুল পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে । বাঙালির বিয়েবাড়ি তো রজনীগন্ধা ছাড়া ভাবাই যায়না। তাই বাজারে বিয়ের মরশুমে রজনীগন্ধায় হাত দেওয়াও যায় না।  রজনীগন্ধা একটি চিরহরিৎ ভেষজ উদ্ভিদ।যার ডাঁটার দৈর্ঘ্য ৭৫-১০০ সেমি হয়ে থাকে। এই ডাঁটার চারিপাশে সাদা রঙের ১০-২০ টি করে ফানেল আকৃতির ফুল বহন করে।এটি “রজনীগন্ধা”, “নিশিগন্ধা”এবং “তরোয়াল লিলি” নামেও পরিচিত। এই ফুল দিয়ে নানা ঢঙের ফুলের তোড়া বানানো হয় এর মনোমুগ্ধকর আকৃতি এবং মিষ্টি সুগন্ধের জন্যে শহরের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। 

ভারতে চাষিরা ফুলের চাষ করে বড় পরিসরে। আপনি যদি রজনীগন্ধা চাষের পরিকল্পনা করে থাকেন তবে আমরা আপনাকে এর সাথে সম্পর্কিত সমস্ত বিষয় বলব। 

আরও পড়ুনঃ Tuberose Disease Management - রজনীগন্ধা ফুলের বিভিন্ন রোগবালাই দমনের পদ্ধতি ও চাষের কৌশল

আরও পড়ুনঃ Watermelon Cultivation: সঠিক পদ্ধতিতে তরমুজ চাষ

বেলে, দোআঁশ ও সুনিষ্কাশিত মাটিতে রজনীগন্ধা সহজে চাষ করা যায়। রজনীগন্ধা চাষের জন্য ক্ষেত প্রস্তুত করতে, মাটিকে ভেঙে ঝুর ঝুর করে  নেওয়া প্রয়োজন । এর জন্য ২ থেকে ৩ বার চাষ করা প্রয়োজন। সুনিষ্কাশন ক্ষমতাসম্পন্ন দোআঁশ ও বেলে মাটি রজনীগন্ধা চাষের জন্যে উপযুক্ত। মাটির পিএইচ ৬.৫-৭.৫ থাকা এর বৃদ্ধির জন্য আদর্শ মান।

শস্য  যত্ন অপরিহার্য

যেসব কৃষক রজনীগন্ধা চাষ করেছেন, তাদের এই সময় ফসলের যত্ন নিতে হবে। বিশেষ করে পোকামাকড় ও রোগ থেকে ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করুন। রজনীগন্ধায় কান্ড পচা রোগের সম্ভাবনা থাকে। এ রোগের কারণে পাতার উপরিভাগে ছত্রাক ও সবুজ দাগও দেখা যায়। বোট্রিটিস স্পট এটি মূলত বর্ষাকালে ছড়ায়। এর লক্ষণগুলি হল বাদামী রঙের দাগ ফুলগুলিতে দেখা যায়, পরিণামে পুরো ফুল ধ্বসে যায়। কখনো কখনো গাছ থেকে পাতাও ঝরে পড়ে। তবুও আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এই রোগের কারণে ফুলে গাঢ় বাদামী দাগ দেখা যায়। রোগবালাই থেকে রজনীগন্ধা বাঁচাতে সময়মতো কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 

কীটপতঙ্গ এবং রোগ থেকে সুরক্ষাও গুরুত্বপূর্ণ

রজনীগন্ধায় পোকার উপদ্রবের সম্ভাবনাও থাকে। এই গাছগুলিতে চেপান, থ্রিপস এবং লার্ভা সবচেয়ে বেশি আক্রমণ করতে পারে। ক্যালাথিন, ডাইমেথোয়েট বা অক্সিডেমিথোয়েট মিথাইল কীটনাশক প্রতি লিটার জলে ১.৫ থেকে ২.০ মিলি হারে স্প্রে করতে হবে চেপান ও থ্রিপস থেকে ফসলকে রক্ষার জন্য

একই সাথে বোলপোকা দমনের জন্য এক মিলিলিটার মিথাইলপ্যারাথিয়ন এক লিটার জলে গুলে ফসলে স্প্রে করতে হবে।ফসলে যেকোনো ধরনের ওষুধ স্প্রে করার আগে অবশ্যই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

English Summary: Rani Rajnigandha, the scent of perfume, is showing the direction of huge profit in cultivation
Published on: 10 January 2022, 11:47 IST