এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 March, 2022 10:26 AM IST
পেয়ারা চাষ

পেয়ারা চাষ করে  দারুন সফলতা পেয়েছেন দিনাজপুরের এক কৃষক। ঐ কৃষক  ৬ বিঘা জমি খাজনায় নিয়ে বারোমাসি থাই পেয়ারা চাষ করে সফল হয়েছেন। সফল ঐ কৃষকের নাম সাইদুল ।সাইদুল জেলার উত্তরে নবাবগঞ্জের হরিপুর এলাকার বাসিন্দা।

সাইদুল আগে ফল বিক্রেতার কাজ করত। কিন্তু এক  বন্ধুর পরামর্শে তিনি ৬ বিঘা জমি লিজে  নিয়ে বারোমাসি থাই পেয়ারার ১২০০ টি চারা রোপণ করেন । এখন প্রতিদিন বেশ কয়েক জন শ্রমিক এই বাগানে পরিচর্যা করে থাকে। এই বাগানের বিশেষত্ব হল সাইদুল গাছের পোকামাকর নিয়ন্ত্রনে কোনো রকম কীটনাশক ব্য়বহার করেন না। তিনি জমিতে জৈব সার ব্য়বহার করেন।

আরও পড়ুনঃ ভারতের শীর্ষ ৫ টি শস্য উৎপাদনকারী রাজ্য

একান্ত সাক্ষাতকারে সাইদুল বলেন, আমি একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলাম। বিভিন্ন বাগান থেকে ফল ক্রয় করে বাজারে বিক্রি করে চলত আমার সংসার। তবে আমার বন্ধুর পরামর্শে ৬ বিঘা জমি লিজ নিয়ে আমি একটা পেয়ারার বাগান করেছি।

বর্তমানে সাইদুলের বাগানে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সাইদুল এই বাগান করতে ৫ লাখ টাকা খরচ করেছে। সাইদুল এখন প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ মণ পেয়ারা বিক্রি করছে। এখনও পর্যন্ত তিনি দুই লাখ টাকার বেশি পেয়ারা বিক্রি করেছে । সাইদুল আশা করছে, প্রতি বছর সে ৫ থেকে ৬ লাখ টাকার পেয়ারা বিক্রি করবে।

আরও পড়ুনঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিলুপ্ত প্রায় সামুদ্রিক কচ্ছপ

নবাবগঞ্জ উপজেলা এক কৃষি অফিসার জানান, উপজেলাটি বরেন্দ্র এলাকায় হওয়ায় অনেক জমি পড়ে থাকত। ইতোমধ্যে এসব জমিতে বিদেশি ফল চাষে পরমার্শ দিয়ে যাচ্ছি। এই উপজেলায় ৬ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে।

English Summary: Successful farmers of Dinajpur cultivate Baromasi Guava
Published on: 30 March 2022, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)