এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 23 January, 2021 10:58 AM IST
Rhizobium Fertilizer (Image Source - Google)

রাইজোবিয়াম শুঁটি জাতীও ফসলের শেকড়ের গুটিতে বাস করে। এই জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের শরীরে রেখে দেয়। ফসল এই নাইট্রোজেন শিকড়ের সাহায্যে শোষণ করে এবং প্রতিদানে জীবাণুকে খাদ্য সরবরাহ করে। ফসল কাটার পরেও কিছুটা নাইট্রোজেন মাটিতে থেকে যায় যাতে পরবর্তী ফসল লাভজনক (Profitable Crop) হয়।

প্রায় সবরকম ডাল শস্য (Pulses grain), বাদাম, সয়াবিন, বারসিম, লুসারন, বরবটি, শিম, বিন এমনকি অপরাজিতা ফুলের মত যে কোন শিম্বী গোত্রীয় ফসল চাষ করলে মাটিতে রাইজোবিয়াম জীবাণু বৃদ্ধি পায় ও মাটিতে জৈবিক উপায়ে নাইট্রোজেনের পরিমান বারে। দেখা গেছে রাইজবিয়াম প্রয়োগ করলে ১০-৩৫% ফলন বাড়ে। তাই কোন জমিতে বছরে একবার অন্তত শিম্বী গোত্রীয় যেকোন একটি ফসল চাষ করলেই মাটির স্বাস্থ্যের উন্নতি হওয়ার ফলে উৎপাদন বৃদ্ধি পায়।

বিভিন্ন শিম্বী / শুঁটি জাতীও ফসলের জন্য বিভিন্ন রাইজোবিয়াম জীবাণু সার নির্দিষ্ট -  

শিম্বী গোত্রীয় জাত ফসলের নাম
রাইজোবিয়াম লেগুমিনসেরাম মটর শুঁটি
রাইজোবিয়াম ফ্যাসিওলিস বীণ, গাইমুগ
রাইজোবিয়াম ট্রাইফলি ক্লভার, বারসিম
রাইজোবিয়াম মেলিলটি লুসারন
রাইজোবিয়াম সাপেনিকাম সয়াবিন
রাইজোবিয়াম স্পিসিস বরবটি

আরও পড়ুন - আমের ফলন কমে যাচ্ছে? ফলন বাড়াতে এই সময়ে বাগানের যত্ন ও পরিচর্যা করুন এই পদ্ধতিতে (Process To Increasing Mango Yield)

রাইজোবিয়াম সার প্রয়োগ পদ্ধতিঃ

১) ১৫০ মিলি লিটার জলে ১৫ গ্রাম গুড় মিশিয়ে একটু গরম করে নিতে হবে। তারপর সেটিকে ঠাণ্ডা করে তাতে প্রয়োজন মত ভাতের ফ্যান বা ৭০ গ্রাম মত বাবলার আঠা মেশানো প্রয়োজন।

২) তারপর তাতে ৫০-৬০ গ্রাম রাইজোবিয়াম সার মেশানো হলে একটা থকথকে  লেই তৈরি হবে।

৩) এবার ১ বিঘার জন্য প্রয়োজন মত বীজ হাত দিয়ে ভালো করে মেশান যাতে সমস্ত বীজে সার ভালোভাবে মেশে।

8) মোটা কাগজ বা পলিথিন বিছিয়ে তার উপর সার ছড়িয়ে ভালো করে বীজের সঙ্গে মাখান, তারপর ছায়ায় রেখে বীজ শুকিয়ে নিতে হবে ।

৫) সকালের দিকে জমিতে বীজ বুনুন। মনে রাখবেন যে ভর দুপুরে বীজ বোনা যাবেনা।

৬) ২৪ ঘণ্টার মধ্যে কোন ছাত্রাকনাশক বা রাসায়নিক কিছু বীজের সঙ্গে মেশাবেন না।

আরও পড়ুন - দুষ্প্রাপ্য ভিটামিনের অপার উৎস মাছ -চাষের সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ (Rural Economic Development)

English Summary: To improving soil health and increases crop yield apply Rhizobium Fertilizer
Published on: 22 January 2021, 11:42 IST