রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 10 December, 2018 1:34 PM IST
Cropex aquagreen

জলজ পালন ও মাছচাষে ব্যবহার করুন ক্রপেক্সের অ্যাকোয়া গ্রীন দানা যা সম্পূর্ণ জৈব বস্তু পটাশিয়াম হিউমেট ও হিউমাস থেকে তৈরি। এটি মাছের ডিম ও চারার প্রোফাইলেক্টিক চিকিৎসা করে উৎপাদনে প্রভুত বৃদ্ধি আনে। এটি মাছের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, বৃদ্ধি তরান্বিত করে ও মাছের ও মাছের চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্রপেক্সের অ্যাকোয়া গ্রিন দানা  প্রোফাইলেক্টিক চিকিৎসার মাধ্যমে প্রাথমিক সংক্রমণ কমায়, মাধ্যমিক সংক্রমণ প্রতিরোধ করে ও জল থেকে ক্ষতিকর ধাতব মৌল গুলিকে দূর করতে সহায়তা করে।

পুকুর তৈরির সময় জমিতে ১২ কেজি প্রতি একরে অ্যাকোয়া গ্রীন দানা প্রয়োগ করুন এবং ১৫ দিন অন্তর ৬ – ৮ কেজি অ্যাকোয়া গ্রীন দানা প্রয়োগ করুন আশাতিত উৎপাদন পাওয়ার জন্য।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Cropex aquagreen
Published on: 10 December 2018, 01:34 IST