এক বিঘা পুকুরে কাঁকড়া ও চিংড়ি চাষ করে 3 মাসে ৩ লক্ষ টাকা লাভ করেছেন সুন্দরবনের মৎসচাষি
উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বাড়ি দীপন বিশ্বাসের। ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মধ্যমগ্রামে এপিসি কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিজ নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০১১ সালে পাশ করার পর মাছের খাদ্য ও ওষুধের ব্যবসা শুরু করেন । তারপর সি আই এফ ই থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে ২০১২ সালে বিভিন্ন ধরনের মাছ চাষ শুরু করেন। প্রথমে আট বিঘা জলাশয় লিজ নিয়ে রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি চিংড়ি, কিই, তেলাপিয়া সহ কাঁকড়া চাষ শুরু করেন । কিন্তু সমস্যা ছিল উন্নত মানের ডিম পোনা পাওয়া নিয়ে । কারন প্রত্যন্ত এলাকায় মাছের চারা পাওয়া কষ্টসাধ্য ।
উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বাড়ি দীপন বিশ্বাসের। ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মধ্যমগ্রামে এপিসি কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিজ নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০১১ সালে পাশ করার পর মাছের খাদ্য ও ওষুধের ব্যবসা শুরু করেন । তারপর সি আই এফ ই থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে ২০১২ সালে বিভিন্ন ধরনের মাছ চাষ শুরু করেন। প্রথমে আট বিঘা জলাশয় লিজ নিয়ে রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি চিংড়ি, কিই, তেলাপিয়া সহ কাঁকড়া চাষ শুরু করেন । কিন্তু সমস্যা ছিল উন্নত মানের ডিম পোনা পাওয়া নিয়ে । কারন প্রত্যন্ত এলাকায় মাছের চারা পাওয়া কষ্টসাধ্য ।
উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বাড়ি দীপন বিশ্বাসের। ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মধ্যমগ্রামে এপিসি কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিজ নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০১১ সালে পাশ করার পর মাছের খাদ্য ও ওষুধের ব্যবসা শুরু করেন । তারপর সি আই এফ ই থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে ২০১২ সালে বিভিন্ন ধরনের মাছ চাষ শুরু করেন। প্রথমে আট বিঘা জলাশয় লিজ নিয়ে রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি চিংড়ি, কিই, তেলাপিয়া সহ কাঁকড়া চাষ শুরু করেন । কিন্তু সমস্যা ছিল উন্নত মানের ডিম পোনা পাওয়া নিয়ে । কারন প্রত্যন্ত এলাকায় মাছের চারা পাওয়া কষ্টসাধ্য ।
২০১৪ সালে দীপন বিশ্বাস ডিম পোনা তৈরির কাজ শুরু করেন। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সালে ৫০ বিঘা জমি ১০ বছরের লিজ নেন। বর্তমানে তিনি 3 বিঘা জলাশয়ে কাঁকড়া, ৬ বিঘা জলাশয়ে ভেনামি চিংড়ি , ৬ বিঘা জলাশয়ে বাগদা চিংড়ি ও বাঁকি ৩৫ বিঘা জলাশয়ে তেলাপিয়া, রুই, কাতলা ও কই মাছ চাষ করেন। কাঁকড়া চাষ করেছেন দুরকম পদ্ধতিতে । সফট সেল ও হার্ড সেল। ভিয়েতনাম থেকে বাক্স এনে জলের উপরে ভাসমান অবস্থায় চাষ করছেন সফট সেল ক্রাপ্ট আর জলের নিচে চাষ করছেন হার্ড সেল ক্রাপ্ট। একই পুকুরে জলের ওপরে ও নিচে কাঁকড়া চাষ করে নজির গড়েছেন দক্ষিণ ২৪ পরগনার উদ্যমী যুবক দীপন বিশ্বাস ।
English Summary: Farmers cultivate crab and shrimp in a bigha pond, earn 3 lakhs in 3 months, Sundarbans fisheries