এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 9 June, 2023 5:21 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ কৃষিকাজের পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পশুপালনও করেন। বর্তমান সময়ে গ্রামের প্রায় সব বাড়িতেই গরু দেখা যায়। দুধ বিক্রি করে ভালো আয় করতে পারেন কৃষকরা। কিন্তু জানেন কি গরুর শিং থেকেও সার তৈরি করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, শিং থেকে তৈরি কম্পোস্ট মাটিকে খুব উর্বর করতেও কাজ করে। আসুন, জেনে নিই কিভাবে গরুর শিং থেকে সার তৈরি হয়।

এভাবে সার তৈরি করুন

কম্পোস্ট তৈরিতে প্রথমে মৃত গরুর শিংয়ের খোসা সংগ্রহ করতে শিংয়ের খোসা এমন হওয়া উচিত যাতে এতে কোনো ধরনের ফাটল না থাকে। এরপর শিং খোসার মধ্যে গোবর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যা শুধুমাত্র দুগ্ধ গাভীর হতে হবে । এখানে উল্লেখ্য যে শুধুমাত্র স্বাস্থ্যকর গোবর ব্যবহার করতে হবে। সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে, যে গরুর গোবর নেওয়া হচ্ছে, তাকে পনের দিন আগে পর্যন্ত কোনো ওষুধ দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ সামাজিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ

গোবর শক্ত হলে তাতে জল দিয়ে হালকা করে নিন। এরপর শিং এর খোলে গোবর ভরার কাজ করতে হয়। শিং খোলের ভিতরে গোবর পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এরপর মাঠের গর্তে শিং দিতে হবে।  গর্তে সব শিং ভরাট করার পর নিয়মিত যত্ন নিতে হবে। একই সময়ে, গর্তের মাটিতে আর্দ্রতা বজায় রাখার জন্য, সময়ে সময়ে জল ছিটাতে হয়।

আরও পড়ুনঃ মাছের রোগ-বালাই প্রতিরোধ ব্যবস্থা: ডোজ প্রযুক্তি

এটি করলে তিন থেকে চার মাস পর গোবর সার তৈরি হয়ে যাবে। যা আপনি চাষের সময় ব্যবহার করতে পারেন।সাধারণত শিং সার একটি ফসলে দুই থেকে তিনবার ব্যবহার করা যায়।

English Summary: Fertilizer can be made from cow horns! Follow this simple procedure
Published on: 09 June 2023, 04:42 IST