পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 27 July, 2019 11:29 AM IST

অভিনব পদ্ধতিতে, জৈব উপায়ে পরিবেশ  বান্ধব মাছ চাষ ও বৈচিত্রময় মাছ চাষ করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার তিন মাছ চাষী সারা দেশের শ্রেষ্ঠ মাছ চাষীদের মধ্যে জায়গা করে নিয়েছে। আমুর, মিল্ক ফিস, গিফট তেলাপিয়া, পেংবা ইত্যাদি নতুন নতুন মাছের চাষ শুরু হয়েছে হলদিয়ায়। আবার মাগুর, শিঙ্গি, কৈ, পাবদা, গুলসা, টেংরার মতো হারিয়ে যাওয়া মাছ গুলির বানিজ্যিক চাষ করে চলেছে হলদিয়ার মাছ চাষীরা। পরিবেশ  বান্ধব জৈব প্রযুক্তিতে মাছ চাষ করে এখন তারা শুধু রাজ্যেরই নয় দেশে সেরা।

উড়িষ্যার কেন্দ্রীয় মৎস গবেষণা কেন্দ্র থেকে শ্রেষ্ঠ মৎস চাষীর এই স্বীকৃতি পাবেন হলদিয়ার দারিবেড়িয়া গ্রামের অরূপ মন্ত্রী, বসাক চক গ্রামের শরত চন্দ্র ভৌমিক ও ডিঘাসিপুর গ্রামের কৃষ্ণ প্রসাদ সামন্ত। এনারা মাছ চাষ করে শুধু নিজেদের আয়ই বাড়াননি, বিভিন্ন হারিয়ে যাওয়া প্রজাতির মাছের বানিজ্যিক চাষ করে তাদের আবার ফিরিয়ে এনেছেন। তার সাথে পুকুর পাড়ে শাক-সবজি, ফলের গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব উপায় মাছ চাষ করছেন। এনাদের অভিনব উদ্যোগ ও সফলতা রাজ্যের অন্যান্য মাছ চাষীদেরও উৎসাহিত করবে।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Haldia-fish-farmers-win-national-best-fish-farmer-award
Published on: 27 July 2019, 11:29 IST