এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 15 November, 2022 6:15 PM IST
মুরগি পালনে এই বিষয়গুলি চাষিদের মেনে চলতে হবে ।

গরমে মুরগির  খামারের  ক্ষেত্রে তাপমাত্রাকে  নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। তাই তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার উপায় কি কি রয়েছে সেগুলো পোলট্রি চাষিদের  ভালোভাবে জেনে রাখা দরকার। আমাদের দেশে মাংসের চাহিদা পূরণ করতে বর্তমানে ব্যাপকহারে ব্রয়লার খামার গড়ে উঠেছে। খামারে ব্রয়লার মুরগি পালনে তাপমাত্রা রাখা খুবই জরুরী। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব । আমরা জেনে নেব গরমে ব্রয়লার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার উপায় সম্পর্কে-

গরমে মুরগির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার উপায়ঃ

ব্রয়লার মুরগি প্রচন্ড গরমে  ও শুষ্ক আবহাওয়ায়  মারা যেতে পারে । এতে মুরগি চাষিদের  ব্য়বসায়িক ক্ষতি হতে পারে । তাই যাতে মুরগি মারা না যায় সেজন্য নিম্নোক্ত ব্যবস্থাগুলো চাষিদের গ্রহণ করতে হবে-

  • একটি মোটা চট মুরগি যেখানে রাখা হয়েছে তার ছাদে পেতে দিতে হবে এবং এই চটে কিছুক্ষন পর পর জল দিতে হবে। এর ফলে মুরগির ঘর অনেক ঠান্ডা থাকবে। কিন্তু এই সময় মুরগিকে ভুলেও খাবার দেবেন না ।

আরও পড়ুনঃ আপনার গবাদি পশুর কি চর্মরোগ আছে? রইল রোগের লক্ষন এবং প্রতিকার

  • এছাড়াও মুরগির ঘরের ছাদে নারকেল বা তাল পাতার ছাওনি দিয়ে তাতে ভাল করে জল দিয়ে দিন। এর ফলে মুরগির ঘর অনেকটাই ঠান্ডা ও খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

  • অতিরিক্ত গরমের সময় মরগিকে ভালো ভাবে স্নান করিয়ে দিন। এতে মুরগি গরম থেকে রক্ষা পাবে এবং  মুরগির শরিরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রনে থাকবে । মুরগিকে স্নান করানোর সময় খাবার দেবেন না ।

আরও পড়ুনঃ 

  • প্রয়োজন হলে মুরগির ঘরে ফ্য়ানের ব্য়বস্থা করতে হবে । খামারে সঠিক ভাবে বাতাস চালাচল করছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে ।  

  • গরমের সময়ে মুরগির খামারের ভেতরে জলের পাত্রের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পাত্রের পানি শেষ হওয়ার সাথে সাথে আবার পানি প্রদান করতে হবে।

English Summary: Here are some tips to help you control your chicken farm temperature this summer
Published on: 25 April 2022, 03:40 IST