পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 16 April, 2023 5:06 PM IST
ভারতের সবচেয়ে দামি ৪টি মহিষ! দাম কয়েক কোটি

পশুর দাম কোটি টাকা। কি বিশ্বাস হচ্ছে না? আমাদের দেশেই এমন কিছু পশু রয়েছে যাদের দাম কোটি কোটি টাকা। যাদের লালন-পালন করে প্রতি মাসে পশুপালক ভাইয়েরা প্রচুর আয় করছেন। আসুন জেনে নিই সেই পশুগুলি সম্পর্কে।

শাহেনশাহ মহিষ 

শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে দামি মহিষ শাহেনশাহ মহিষ। এর দাম ২৫ কোটি টাকা পর্যন্ত।  মাসে ৪  বার এই মহিষ থেকে বীর্য বের করা হয় । এক সময়ের বীর্য থেকে প্রায়  800  ডোজ প্রস্তুত করা হয় । বাজারে এর বীর্যের একটি ডোজ ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়  । শাহেনশাহ মহিষের দৈর্ঘ্য  ১৫  ফুট এবং উচ্চতা    ফুট

যুবরাজ মহিষ

এই মহিষটি হরিয়ানার, যার দাম প্রায়  ৯ কোটি টাকা। এই মহিষের দৈর্ঘ্য  ৯  ফুট , উচ্চতা  ৬ ফুট। এর মোট ওজন ১৫০০ কেজি পর্যন্ত হয়  গত ৪ বছরে যুবরাজের বীর্য  থেকে প্রায় দেড় লাখ মহিষের বাচ্চা হয়েছে ।

আরও পড়ুনঃ  এবার মৌমাছির হূল বিক্রি হবে ৭০ লাখ টাকায়

ভীম মহিষ 

ভীম একটি ১৫০০ কেজি ওজনের মহিষ , যা দেখে মানুষ হতবাক। এটি ১৪ ফুট লম্বা এবং ৬ ফুট উঁচু। এর রক্ষণাবেক্ষণে প্রতি মাসে লাখ টাকা খরচ হয়। ভীম মহিষের দাম 24 কোটি টাকা। বাজারে এই মহিষের বীর্যের  ০.২৫ এমএল দাম  ৫০০ টাকা।

আরও পড়ুনঃ  Profitable Farming: তেলের দাম ২০ হাজার টাকা, চাহিদা বাড়ছে এই সুগন্ধি চাষে

গোলু মহিষ

গোলুর দাম  ১০ কোটি টাকা।  এর ওজন 15 কুইন্টাল। পাশাপাশি এটির উচ্চতা ৬ ফুট , প্রস্থ ৩ ফুট এবং দৈর্ঘ্য ১৪ ফুট পর্যন্ত। এর  থেকে বছরে  ৭০  থেকে  ৮০  লাখ টাকা আয় করা যায় ।

আরও পড়ুনঃ মহিলাদের কর্মসংস্থানে এগিয়ে এল নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ, শুরু তিন দিনের অভিনব কর্মশালা

English Summary: India's most expensive 4 buffalo! The price is several crores
Published on: 16 April 2023, 05:06 IST