এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 May, 2019 6:11 PM IST

প্রতি ভোটের মরসুমেই রাজ্যে মুরগির চাহিদা বেড়ে যায়। পোলট্রির মুরগির প্রধান খাবার ভুট্টার দানা যা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা থেকে আমদানি করা হয়। কিন্তু গত বছরের মত এবছরেও আর্মি ওয়ার্ম পোকার আক্রমণে এই সমস্ত রাজ্যগুলিতে ভুট্টার ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের মতে বেশি দামে পোলট্রির খাবার কিনতে গিয়ে মুরগি পালনের খরচ ৬০% বেড়ে গিয়েছে।

ভুট্টার দানার ঘাটতি মেটাতে বিদেশ থেকে ভুট্টার দানা আমদানি করার সিদ্ধান্ত নিয়েও নানা করণে তা আনা যায়নি। তবে প্রথমিকভাবে কেন্দ্র এক কোটি টন ভুট্টার দানা আমদানি করবে বলেছে যা পোলট্রি পালনের খাদ্য সংকট মেটালেও সমস্যা থেকেই যাবে। ভুট্টার দাম ১২ টাকা কেজি থেকে ২০-২৫ টাকা হয়েছে। ফলে গম সহ অন্যান্য দানা শস্য কিনে মুরগিকে খাওয়াতে হচ্ছে, ফলে উৎপাদন খরচ বাড়ছে। তাই মুরগি বড় করতে কেজিতে খরচ বেড়ে হয়েছে ১১০ টাকা।

ভোটের সময় মুরগির জোগানে যাতে ঘাটতি না হয়, সে জন্য অতিরিক্ত ২৫% মুরগির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল পোলট্রি শিল্প। তাই গত দুই মাস ধরে পোলট্রি খামার গুলিতে মুরগি বড় করার কাজ চলছে। এই অবস্থায় মুরগির খাবারের খরচ নাগালের বাইরে চলে যাওয়ায় সঙ্কটে রয়েছে রাজ্যের ছোট বড় খামারগুলি।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: insufficient-corm-feed-for-poultry-farms
Published on: 17 May 2019, 06:01 IST