বর্তমান সময়ে আলোচিত বিষয় গুলির মধ্যে অন্যতম প্রধান বিষয় হল জলবায়ুর পরিবর্তন। দ্রুত গতিতে বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা। দিন দিন তাপমাত্রা বৃদ্ধির ফলে আগামীদিনে প্রাণীকুল সত্যিই বিপর্যয়ের মুখে। আর তার প্রমাণ স্বরূপ বলা চলে শ্বেত ভালুক বা মেরু ভালুকের কথা। শ্বেত ভালুকের প্রধান আবাসস্থল মেরু অঞ্চলের হিমশীতল পরিবেশ। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে যেভাবে মেরুর বরফ গলতে শুরু করেছে, তাতে বিনষ্ট হচ্ছে তাদের বাসস্থান। যার ফলে আগামীদিনে বিপন্ন প্রাণীর তালিকায় নাম ওঠে এসেছে শ্বেত ভালুকের।
পোলার বিয়ার বা শ্বেত ভালুকের রাজধানী বলা হয় কানাডাকে। এই ভালুকের রাজধানীতেই গত কয়েক বছরে কমে গিয়েছে শ্বেত ভালুকের সংখ্যা। মিডিয়ার রিপোর্ট অনুসারে, গত ৫ বছর আগে কানাডার চার্চিল টাইনের আশপাশের এলাকায় শ্বেত ভালুকের সংখ্যা ছিল ৮৪২, এখন সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৬১৮ তে। এর ঘটনায় বিজ্ঞানীরা মনে করছেন, শেষের দিন কি তাহলে ক্রমশ এগিয়ে আসছে?
আরও পড়ুনঃ পরিবেশ বিপর্যয়ে বিপন্ন বাঙালির সাধের কাঁকড়া-চিংড়ি
বিজ্ঞানীরা মনে করছেন, বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড়-পড়তা ধরন পরিবর্তন হচ্ছে তাতে সমস্ত প্রাণীকুল বিপর্যয়ের মুখে। পরিবেশবিদরা জানিয়েছেন বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার কারনে বরফ দ্রুত হারে গলতে শুরু করেছে। যার ফলে মরু ভালুকদের বাসস্থানের সংখ্যা কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মৃত্যুর সম্মুখীন হচ্ছে শ্বেত ভালুক। তবে বিজ্ঞানীদের দাবী শ্বেত ভালুকের বিপর্যয়পূর্ণ জীবনের ঘটনা চোখে পড়ছে এবং তা সত্যিই আশঙ্কা জনক। তবে যে হারে তাপমাত্রা বাড়তে চলেছে তাতে শুধু শ্বেত ভালুক না একাধিক প্রাণী বিপর্যয়ের মুখে পড়তে চলেছে।