পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 24 April, 2018 12:01 AM IST

মৎস চাষীর সংগ্রহশালা ও একটি সাফল্য গাঁথা

 

প্রায় ২০-২৫ বছর ধরে কুচবিহার জেলার অতি সাফল্যের সঙ্গে মাছ চাষ ও মাছের ডিম পোনার চাষ করছেন লক্ষী কান্ত বর্মন। জেলা মৎস দফতরের সেরা উৎকর্ষতার পুরস্কার অনেকবার পেয়েছেন তিনি এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়েছেন "কৃষক রত্ন" পুরস্কার ৷ কৃষিজাগরন কে সাক্ষাৎকারে তিনি জানান যে আজ থেকে ২৫  বছর আগে একটি সরকারি ট্রেনিং এ একটি ভিডিও দেখে তিনি উৎসাহিত হয়ে তার সামান্য পাটের ব্যবসা ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে কিছু জমি লিজে নিয়ে মাছ চাষ শুরু করেন। আজকে প্রায় ৪০  বিঘা জমির উপর পুকুর করে ও একটি মাছের ডিম পোনার হ্যাচারি করে কোটি কোটি টাকা রোজগার করেছেন।তিনি শুধু নিজে প্রতিষ্ঠিত হন নি রোজগারের রাস্তা দেখিয়েছেন শয়ে শয়ে মানুষকে। নিজে তিনি খুব বেশি লেখাপড়া করেন নি কিন্তূ নিজের বাড়ির সংগ্রহশালায় রেখেছেন ১০০ টির বেশি প্রজাতির মাছ। কৃষি জাগরণ তার এই অসাধারণ উদ্যোগকে কুর্নিশ জানায়।
অমর জ্যোতি রায়,

 কৃষিজাগরন।

English Summary: Story of fish farmer
Published on: 24 April 2018, 12:01 IST