Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 February, 2019 5:26 PM IST

গরমকালে প্রচণ্ড গরমে মুরগিরা অতিরিক্ত গরমের জন্য মারা যায়। তাপের কারণে তারা তাদের দেহ থেকে তাপ বের করতে পারে না এর ফলে এদের শ্বাসকষ্ট হয় এবং বেশি শ্বাসকষ্ট হলে পরে এরা মারা যায়। এর থেকে এদেরকে রক্ষা করতে হলে কিছু বিষয়ের দিকে নজর রাখতে হবে। যেমন -

খাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে - এই সময় মুরগিদের খাওয়া কমে যায়। সেই কারণে দিনের  উষ্ণতম সময়ে খাবার না দেওয়া ভালো শুধু জল দেওয়া যেতে পারে। ভোরের দিকে বা সন্ধ্যার সময় যখন তাপমাত্রা কম থাকে তখন খাবার দিলে ভালো হয়। খাবারে যেন পুষ্টির মান সঠিক ও বেশী থাকে। অ্যামাইনো অ্যাসিড মিথুনিন ও লাইসিনের ঘাটতি আছে কিনা দেখতে হবে, যদি ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি পুরণ করতে হবে। প্রতি লিটার জলে ১ থেকে ২ মিলিমিটার মেশাতে হবে।

গরমে অতিরিক্ত যত্ন - গরমে পোল্ট্রির যথাযথ দেখাশুনো না করলে মুরগিরা মারা যাবে। অধিক তাপের জন্য মুরগির দৈহিক ওজন কমে যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ডিম উৎপাদন ক্ষমতা কমে যায়। পোলট্রিতে এক দিনের বাচ্চা আসার আগে ঠাণ্ডা জলের ব্যবস্থা রাখতে হবে। জলের সাথে ভিটামিন- সি ও আখের গুড় মেশানো যেতে পারে। খামারে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে তার ব্যবস্থা করতে হবে। খামারে সিলিং ফ্যানের সাথে  এগজস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে। মুরগি যেন আরামদায়ক পরিবেশে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বড় মুরগিদের ১ বর্গফুট জায়গা দিতে হবে যাতে তারা আরামে থাকতে পারে। খামারের চাল অতিরিক্ত গরম হয়ে গেলে জল দেবার ব্যবস্থা করতে হবে। খামারের চারপাশে চুন ছিটিয়ে দিলে ভালো হয়। খাবার ও জলের জায়গা বেশী করে রাখতে হবে। খাবারে ভিটামিন- সি ও ভিটামিন- ই ব্যবহার করুন।

- দেবাশীষ চক্রবর্তী

English Summary: Taking care of chicken farming during summer
Published on: 19 February 2019, 05:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)