এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 17 March, 2023 5:45 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ ১৫ই মার্চ ২০২৩ বুধবার নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারি মাছ ঘাটে হলদি নদীর তটে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য শিকারীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।ইলিশ সংরক্ষন, নদীতে মাছ ধরায় নিয়মাবলী,  সফল করার লক্ষে জেলেদের সাথে সচেতনতামূলক সভা করেছে উপকূলরক্ষী বাহিনী ও মৎস্য বিভাগ। 

সভায় বক্তারা বলেন, মাছ ধরার নিয়ম কানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে। এ সময় তারা আরও বলেন, মৎস্য দফতরের ফিশিং লাইসেন্স ও নৌকার রেজিস্ট্রেশন এর বিষয়ে অবগত করানো হয়।

আরও পড়ুনঃ ইলিশের সংরক্ষণ এবং পুনঃপ্রতিষ্ঠা গঙ্গা নদীতে: একটি মিশন মোড

এদিনের সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ফিশারী অফিসার সুমন কুমার সাহু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি ও হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী্র কর্মকর্তাগন।উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে নদী সমুদ্রে মাছ ধরার সময় মৎস্য শিকারীদের নিরাপত্তার বিষয়ে বলা হয়।   

কেন্দেমারীর মৎস্য শিকারী সহদেব মন্ডল বলেন “আমাদের নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ফিশারী অফিসার সুমন কুমার সাহু নদী তটবর্তী এলাকা গুলোতে বাড়তি নজরে এনে আমাদের মতো গরীব ছোট প্রান্তিক মৎস্য শিকারীদের সাথে নিবিঢ় যোগাযোগ রেখে চলেছেন, আমরা খুশি”। এদিনের সভায় উপস্থিত মৎস্য শিকারীরা শিখলো কিভাবে জীবন নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যাবহার করতে হয়।

আরও পড়ুনঃ মাছ চাষে তাক লাগাচ্ছে প্রতিবন্ধী যুবক আশিষ মান্না

মৎস্য শিকারি আরেফুর রহমান বলেন,নদী আমাদের জীবন আর এই নদীকে কেন্দ্র করেই জীবন ও জীবিকা। এদিনের সভায় উপস্থিত হয়ে অনেক কিছু জানতে পারলাম”। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন মৎস্য মৎস্য বিভাগের উদ্যোগে আমরা এমন অনেক ছোট ছোট সভা করে মৎস্যজীবীদের মাছ চাষিদের সচেতন ও প্রশিক্ষিত করা হচ্ছে।

English Summary: The fisheries department has organized an exchange meeting with small and marginal fishers
Published on: 17 March 2023, 05:45 IST