মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প: সাধারণ মানুষের জন্য কী সুবিধা? এই ভারতীয় জাতের মুরগি হাঁস-মুরগি পালনের জন্য সেরা, ডিম এবং মাংস থেকে দ্বিগুণ লাভ করুন সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন?
Updated on: 3 March, 2018 6:38 PM IST

আগামী জানুয়ারী মাস থেকে কোলকাতার মৎসপ্রেমী মানুষ মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে মাছ কিনতে পারবেন। রাজ্য মৎস উন্নয়ন নিগম (SFDC) এর আউটলেট থেকে ক্রেতারা পছন্দের মাছ বুক করতে পারবেন  ও বুকিং এর প্রিন্ট আউট দেখিয়ে মাছ কিনতে পারবেন , চাইলে ক্রেতারা হোম ডেলিভারির অপসনও পাবেন। কোলকাতার নলবন ফুডপার্ক, ইকো পার্ক, নিউটাউন ও সল্টলেকের SFDC স্টল থেকে প্রাথমিকভাবে এই মাছ কেনা বা অর্ডার করা যাবে।

English Summary: The State Fish Development Corporation (SFDC) is trying to buy fish online using mobile app.
Published on: 03 March 2018, 06:38 IST