মিঠুন বাউরি, বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের চাপাশোল গ্রামের একজন পশুপালক। তিনি ও তার সম্পুর্ণ পরিবার এই পশুপালনের ওপর ভিত্তি করে জীবন নির্বাহন করে থাকেন, মিঠুনবাবুর পরিবারে রয়েছে তার বাবা, মা, স্ত্রী ও সন্তান। তার গোয়ালে ৩৬ টি ছাগল ছিল, কিন্তু কিছুদিন আগে তিনি খুব সমস্যায় ভুগছিলেন কারন তার ছাগলগুলি দুর্বল হয়ে যাচ্ছিল।
সেই সময় তার কাছে রিলায়েন্স ফাউন্ডেশনের একজন প্রতিনিধি গ্রাম পরিদর্শনে যান এবং তার বিপদের কথা বুঝে চটজলদি একটি অডিও কনফারেন্স-এর আয়োজন করেন। সেখানে মিঠুন বাবু তার সমস্যার কথা রিলায়েন্স ফাউন্ডেশনের পশুচিকিৎসকে জানান। তিনি মিঠুন বাবুকে বলেন এটি কৃমির সমস্যা তাই পানাকুর ট্যাবলেট খাওয়ানোর কথা বলেন ও খাবারের সাথে মিনারেল মিক্সার পাউডার দেওয়ার পরামর্শ দেন। রিলায়েন্স ফাউন্ডেশনের পশুচিকিৎসকের পরামর্শমত মিঠুনবাবু ঐ ঔষধ খাওয়ান ও খাবারের সাথে মিনারেল মিক্সার পাওডার দেন কিছু দিনের মধ্যেই ফল পান।
তার ছাগলগুলি এখন সুস্থ-সবল রয়েছে। এরপর তিনি ২০টি ছাগল ২.৫-৩ হাজার টাকা প্রতিটি হিসেবে বিক্রি করেন। এরপর তিনি তার যেকোন ধরনের সমস্যার জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের নিঃশুল্ক নাম্বার ১৮০০-৪১৯-৮৮০০ তে ফোন করেন। তার এই বিপুল ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য মিঠুন বাবু রিলায়েন্স ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানান।
- নাম: মিঠুন বাউরি
গ্রাম: চাপাশোল
ব্লক: হিড়বাঁধ
জেলা: বাঁকুড়া
মোবাইল নম্বর: ৭৬০২৯৮৯২০১