এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 July, 2020 11:25 AM IST

রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের ৬ জেলায় আদিবাসীদের উন্নয়নের জন্য একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়া, পুরুলিয়ার বান্দোয়ান, বীরভূমের ইলামবাজার, ঝাড়গ্রামের লোধাশুলি, দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ও বর্ধমানের পূর্বস্থলীর পিছিয়ে পড়া আদিবাসী মানুষকে অর্থনৈতিক ভাবে এগিয়ে আনার জন্যই এই স্বল্পকালীন অথচ সুদূরপ্রসারী এই প্রকল্পটিকে চালু করা হল। এই সমস্ত অঞ্চল থেকে ৩৫ টি পিছিয়ে পড়া পরিবারকে নির্বাচন করে তাদের নিখরচায় ২তটি করে শূকর, ৪টি ছাগল, ও কুড়িটি উন্নত প্রজাতির মুরগি প্রদান করা হয়েছে, এরই সাথে মানুষগুলি যাতে এই সব পশুদের ঠিকঠাক লালনপালন করতে পারে তার জন্য নিখরচায় এদের খাদ্য ও ভ্যাক্সিনেশন এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ কেশব ধাড়া জানিয়েছেন গতবার এই প্রকল্প বাবদ কেন্দ্রের কাছ থেকে ৪৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছিলো, এই বছর তা বেড়ে ৭৫ লক্ষ টাকা হয়েছে, তাই তারা ২ টি জেলাকে নতুন করে এই প্রকল্পের সাথে সংযুক্ত করতে পেরেছেন। তিনি আরও বলেন গতবার যাদের পশুপাখি প্রদান করা হয়েছিলো সেগুলিকেই তারা কিনে নতুন পরিবারগুলিকে প্রদান করেছেন। এতে করে প্রাণী পালনের পর বিক্রির কোনো সমস্যা থাকছে না, আর কয়েক মাসের মধ্যেই পরিবারগুলির জীবনযাপনের মানোন্নয়ন ঘটছে। এই বেনিফিসিয়ারী ব্যবস্থায় উৎসাহ বাড়ানোর জন্য ঘোষনা করা হয়েছে যে, এই প্রকল্পে যে পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমবে, সেই পরিবারকে পুরস্কৃত করা হবে।

- প্রদীপ পাল

English Summary: পশুপালন
Published on: 27 April 2018, 12:46 IST