এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 12 June, 2021 3:33 PM IST
Coalfield Recruitment (Image Credit - Google)

কোলফিল্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | মাধ্যমিক বা অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন | নিয়োগ করা হবে Northern Coalfields Limited- এ | Northern Coalfields Limited হলো কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা | প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে | প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে | যেকোনো ভারতীয় নাগরিক বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যেতে পারে |

১. পদের নাম (Designation):

ওয়েল্ডার (Welder)

শূন্যপদ (Vacancy):

মোট ১০০টি  (UR- ৫১  OBC- ১৫ SC- ১৪ ST- ২০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

অষ্টম পাশ এবং NCVT/SCVT থেকে ওয়েল্ডার ট্রেডে ITI পাশ |

২. পদের নাম (Designation):

ফিটার (Fitter)

শূন্যপদ (Vacancy):

মোট ৮০০ টি (UR- ৪০৬ OBC- ১২০ SC- ১১৪ ST- ১৬০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/SCVT  থেকে ফিটার ট্রেডে  ITI পাশ 

৩. পদের নাম (Designation):

ইলেক্ট্রিশিয়ান (Electrician)

শূন্যপদ (Vacancy):

মোট ৫০০টি  (UR- ২৫৪ OBC- ৭৫ SC- ৭১ ST- ১০০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/SCVT  থেকে  ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ITI পাশ |

৪. পদের নাম (Designation):

মোটর মেকানিক  (Motor Mechanic) |

শূন্যপদ (Vacancy):

মোট ১০০ টি (UR- ৫১ OBC- ১৫ SC- ১৪ ST- ২০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/ SCVT থেকে মোটর মেকানিক ট্রেডে ITI পাশ |

বয়স (Age):

৩০/৬/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৬ থেকে ২৪ এর মধ্যে হতে হবে | সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন |

আবেদন পদ্ধতি (Application Procedure):

আগ্রহী প্রার্থীদের  www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে এপ্রেন্টিসদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে| তারপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে  www.nclcil.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন |

প্র্রার্থীদের অবশ্যই চালু মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে যেটি বিগত ৩ বছর ধরে চালু আছে | স্ক্যান করা সব সেলফ এটাস্টেড ডকুমেন্টগুলি আপলোড করতে হবে | বর্তমান কালার ফটো (ফটো টি ৬ মাসের বেশি হওয়া যাবেনা), নিজস্ব সই , পিতা-মাতা বা অভিভাবকের সই,  ITI পাশের মার্কশিট ও সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, অষ্টম অথবা মাধ্যমিক পাশের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস জমা করতে হবে |

আবেদনের সময়সীমা (Last Date):

অনলাইনে আবেদন চলবে ১০/৬/২০২১ তারিখ থেকে ৯/৭/২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত |

আরও পড়ুন - Agronomy: কৃষিবিজ্ঞান নিয়ে কি পড়বেন, কেন পড়বেন?

আবেদনকারীদের জন্য সাহায্যের নম্বর:

 এই ঠিকানায় যে কোনো কাজের দিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আবেদনকারীরা যোগাযোগ করতে পারেন |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

http://www.nclcil.in/

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Agricultural Recruitment 2021: কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্নাতক পাশে, শীঘ্রই আবেদন করুন

English Summary: Coalfield Recruitment 2021:Recruitment in Coalfield is going on, apply to the secondary pass
Published on: 12 June 2021, 03:33 IST