এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 October, 2022 5:11 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আজ (শনিবার) ১০ লাখ যুবককে সরকারি চাকরি দিতে 'রোজগার মেলা' চালু করেছেন। প্রথম দফায় নির্বাচিত ৭৫ হাজার যুবকের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসংস্থান মেলা শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ প্রকাশ জাভড়েকর, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং পুনে জেলার পালক মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল, বিজেপি বিধায়ক মাধুরী মিসল। ভারতীয় রেল ও ডাক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

'রোজগার মেলা' প্রচারণার মাধ্যমে, ১০ লক্ষ যুবককে ভারত সরকারের ৩৮ টি মন্ত্রণালয় বা বিভাগে সরকারি চাকরি দেওয়া হবে। এর মধ্যে, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনোগ্রাফার, পিএ, আয়কর পরিদর্শক, এমটিএস এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে। ধনতেরাস উপলক্ষে সারাদেশে ৫০টি স্থানে এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুনঃ নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে চান, তাহলে এইভাবে আবেদন করুন

আজ ভোপালে নিয়োগপত্র দেওয়া হয়েছে, বিভাগ অনুযায়ী তালিকা দেখুন

ভারতীয় রেলওয়ে (ভোপাল বিভাগ): ৯১ 

আয়কর: ৩৭

কেন্দ্রীয় ব্যাংক: ১৮ 

কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (CGST/কাস্টমস):১৫

বর্ডার সিকিউরিটি ফোর্সঃ ১০

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) (BHEL): ৪

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৪

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF): ৪৬

সশাস্ত্র সীমা বলঃ ২০

ইন্ডিয়ান ব্যাঙ্ক: ১৫

ডাক বিভাগ: ১৮

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP): ৫

কানারা ব্যাঙ্ক: ৩

'রোজগার মেলা' অনুষ্ঠানে যুব ও কর্মসংস্থান সংক্রান্ত অনেক কথাই বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ২০১৪  সাল পর্যন্ত দেশে মাত্র কয়েকটি স্টার্টআপ ছিল কিন্তু আজ তাদের সংখ্যা ৮০-এর বেশি। স্টার্টআপ ইন্ডিয়া ক্যাম্পেইন সারা বিশ্বে দেশের যুবকদের সম্ভাবনাকে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে। তিনি আরও বলেন, দেশে প্রথমবারের মতো খাদি ও গ্রামশিল্প এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খাদি ও গ্রামশিল্পের মাধ্যমে গ্রামে প্রচুর লোক কর্মসংস্থান করছে।

আরও পড়ুনঃ ‘৮৯ হাজার সংখ্যাটা নেহাত কম নয়’,চাকরি প্রার্থীদের আশ্বস্ত করলেন মমতা

English Summary: PM Modi Rozgar Mela: Prime Minister handed over appointment letters to 75000 youths
Published on: 22 October 2022, 05:11 IST