এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 30 June, 2022 1:50 PM IST

ভুয়া লিংকে ক্লিক করার পরই  অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হয়ে গেল অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ।প্রযুক্তির সাথে সাথে দিন যাচ্ছে সাইবার জালিয়াতি যেন ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষকে বিপাকে ফেলতে নিত্যনতুন ফন্দি করছে জালিয়াতরা ।

জানা গিয়েছে, গত ১৩ জুন অভিনেতার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি এসএমএস আসে। যে এসএমএসে দাবি করা হয়, রাতের মধ্যে ইলেকট্রিক বিল জমা দিতে হবে। নইলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওই এসএমএস দেখে তড়িঘড়ি ইলেকট্রিক বিল মেটান অভিনেতা। তারপরই তাঁর কাছে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে পেমেন্ট আপডেট করার জন্য ১১ টাকা দিতে হবে বলে জানায়। একটি লিংকে ক্লিক করে ওই টাকা দেওয়ার কথা বলা হয়। সেই মতো অভিনেতা ওই লিংকে ক্লিক করেন। এরপরই অভিনেতা জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে আড়াই লক্ষ টাকা।

আরও পড়ুনঃ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস

পরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে সরশুনা থানা এবং লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রমাণ হিসেবে এসএমএস এবং ওই অচেনা নম্বর থেকে আসা ফোন সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশ কর্তাদের জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত কেউই পুলিশের জালে ধরা পড়েনি।

প্রসঙ্গত, টাকা হাতানোর এক প্রতারণা চক্র চলছে। নতুন পথে ছক কাটছেন প্রতারকরা। বিদ্যুতের বিল মেটানো থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। এরপর লিঙ্কে ক্লিক করলে টাকা উধাও হচ্ছে।

আরও পড়ুনঃ ১লা জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র

সাইবার বিশেষজ্ঞদের দাবি, সম্প্রতি বিদ্যুৎ বিল মেটানোর অছিলায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন প্রতারকরা। এভাবে বহু গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। তাই যেকোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জালিয়াতি এড়াতে এই জিনিসগুলি মনে রাখবেন

দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে

অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না

মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না

কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না

কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না

প্রদত্ত নম্বরের সাথে আপনার কোনও তথ্য শেয়ার করবেন না

বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন

কেবল একটি অ্যাপ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা করুন

English Summary: After clicking on the fake link, the actor's account became empty
Published on: 30 June 2022, 01:47 IST