Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 4 April, 2023 5:36 PM IST
ইমন চক্রবর্তী।

কৃষিজাগরন ডেস্কঃ ডিলিট করে দেওয়া হল গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল।ঠিক কি কারনে তাঁর চ্যানেলটি ইউটিউব কতৃপক্ষ ডিলিট করেছে তা জানা যায়নি।তবে গায়িকার দাবি,আগাম কোন নোটিশ ছাড়াই তাঁর চ্যানেলটি ডিলিট করা হয়েছে।

একটি ফেসবুক পোষ্টে ইমন লেখেন, “আজ সকালে YouTube থেকে একটি মেইল পেয়েছি, যে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেল সরিয়ে দিয়েছে।আমি কি করেছি, বা কোন নিয়ম লঙ্ঘন করেছি তা আমার কোন ধারণা নেই। আমরা এখানে অনেক বিনিয়োগ করি এবং হঠাৎ করে তারা একটি মেইল পাঠিয়েছে এবং এটা চলে গেছে। বন্ধুরা এটা ভীতিকর। এটা খুব খুব দুর্ভাগ্যজনক”।

আরও পড়ুনঃ প্রয়াত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক, শোকের ছায়া চলচিত্র জগতে

একই অবস্থা মধ্যমগ্রামের দুই খুদে শিল্পী তানি-মুনির।হঠাৎ করেই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয় তাদের চ্যানেল।তাঁদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়,“আমাদের ইউটিউব একাউন্ট হ্যাক হয়েছে এবং একাউন্ট ডিলিট হয়ে গেছে। আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। আপনাদের শুভ কামনা চাই। অন্যান্য ইউটিউব সদস্যরা দয়া করে সতর্ক থাকবেন”।

কোনও রকম আগাম নোটিশ ছাড়া কেন চ্যানেল ডিলিট করছে ইউটিউব কতৃপক্ষ? অন্য একটি ফেসবুক পোস্টে তানি-মুনি লেখেন,  “ইউটিউব হয়তো তাদের নীতিগত কোন পরিবর্তন করেছে। সেই কারনে কভার গান আপলোড করলে তাদের ইউটিউব একাউন্ট ডিলিট করে দেওয়া হচ্ছে”।

আরও পড়ুনঃ গুরুতর জখম বিগ বি, শুটিং ছেড়ে ফিরতে হল মুম্বই

সাধারণত, সমাজমাধ্যম ব্যবহারকারীর কোনও চ্যানেলকে বন্ধ করার আগে সংশ্লিষ্ট মাধ্যমটির তরফে সতর্কবার্তা দেওয়া হয়।কিন্তু এক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি।গত ১৩ বছর ধরে ইমনের এই ইউটিউব চ্যানেলটি সচল ছিল ।রাতারাতি চ্যানেল ডিলিট করে দেওয়ায় ইউটিউব কতৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী।

English Summary: Channels are being deleted one by one, what new policy changes did YouTube bring?
Published on: 04 April 2023, 05:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)