গুরুতর জখম বিগ বি, শুটিং ছেড়ে ফিরতে হল মুম্বই

শুটিং করতে গিয়ে গুরুত্বর আহত হলেন বলিউডের ‘শাহেনসা’ অমিতাভ বচ্চন।হায়দ্রাবাদে তাঁর পরবর্তী ছবি ‘প্রোজেক্ট কে’-র

Saikat Majumder
Saikat Majumder
অমিতাভ বচ্চন।

কৃষিজাগরণ ডেস্কঃ শুটিং করতে গিয়ে গুরুত্বর আহত হলেন বলিউডের ‘শাহেনসা’ অমিতাভ বচ্চন।হায়দ্রাবাদে তাঁর পরবর্তী ছবি ‘প্রোজেক্ট কে’-র শুটিং চলাকালিন পাঁজরে গুরুত্বর চোট পেয়েছেন ‘বিগ বি’।একটি ব্লগ পোস্টের মাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন তারকা।

কিভাবে এই চোট লাগলো?জানা গিয়েছে তাঁর আসন্ন ছবি ‘প্রোজেক্ট কে’-র একটি অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে গিয়ে বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে যায়।তৎক্ষনাত তাঁকে হাদ্রাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি মুম্বাইয়ে ফিরে যান। অমিতাভ বচ্চন ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিপিকা পাডুকোন ও প্রভাকে।

আরও পড়ুনঃ ভিডিওঃ মালিক পিয়ানো বাজাচ্ছে আর মন্ত্রমুগ্ধের মতো শুনছে পোষ্য সারমেয়

একটি ব্লগ পোস্টে অভিনেতা ইংরেজিতে লিখেছেন,“হাদ্রাবাদে প্রোজেক্ট কে-র ছবির একটি অ্যাশান দৃশ্য করার সময় আঘাত পেয়েছি..ডান দিকের বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে...শুটিং আপাতত বন্ধ করা হয়েছে..হায়দ্রাবাদের এআইজি হাসপাতের ডাক্তাররা যাবতীয় শারিরিক পরীক্ষার পর বিশ্রামের পরামর্শ দিয়েছেন..চলফেরা এবং শ্বাস নেওয়ার সময় এটা খুব বেদনাদায়ক হয়ে উঠছে.. আমি কয়েক সপ্তাহ বিশ্রাম নেব..কিছু ঔষধ দেওয়া হয়েছে ব্যাথা কমাবার জন্য...”।

তাঁর সংযোজন,আজ সন্ধায় আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জলসা গেটে হয়ত দেখা করতে পারব না....বাকি সব ঠিক আছে...

আরও পড়ুনঃ “নীল শহর” ভারতেই বুকেই রয়েছে এই শহর! নেপথ্যে নানা অদ্ভুত কাহিনী

সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা সমাজমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে।

Published On: 06 March 2023, 12:50 PM English Summary: Big B seriously injured, had to return to Mumbai after shooting

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters