এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 8 February, 2022 5:02 PM IST
Aparajita Adhyay: ‘জীবনে সত্যিকারের বন্ধু খুব কম হয়’বন্ধুত্ব নিয়ে আবেগপ্রবণ অপরাজিতা

সিনেমা হোক বা সিরিয়াল বাংলা গ্ল্যামার জগতে এভারগ্রিন মুখ অপরাজিতা আঢ্য। তাঁর প্রাণোচ্ছল হাসি সবসময় সকলকে মনে করিয়ে দেয় বয়স শুধুমাত্র একটি সংখ্যা। আজও লাগামহীন ভাবে দর্শকদের বিনোদন করে যাচ্ছেন তিনি। জীবনের প্রত্যেকটি মুহূর্ত কীভাবে আনন্দের সঙ্গে উপভোগ করা যায় সেই পাঠ সবসময় সকলকে দেখিয়ে দেন এই অভিনেত্রী। সিরিয়ালে কাজ তো রয়েছে সঙ্গে নিজের সখ গুলি আজও জীবিত রেখেছেন অভিনেত্রী।

অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচের খুব সখ অভিনেত্রীর। তাই সেই সখকে জিইয়ে রাখার জন্য তাঁর রয়েছে নাচের স্কুল। নিজেও আজও বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বিশেষ ভাবে সক্রিয় নেট দুনিয়ায়। একদিকে সিরিয়ালে অভিনয় করে টিভির পর্দা মাতিয়ে রাখেন অপরদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি এবং নাচের ভিডিও পোস্ট করে নেট দুনিয়া মাতিয়ে রাখেন তিনি। সম্প্রতি একটু আবেগ প্রবণ হলেন অভিনেত্রী। বন্ধুত্ব নিয়ে দু চার লাইন লিখলেন সোশ্যাল মিডিয়ায়।

আসলে কিছুদিন আগে ছিল বাঙালির প্রানের পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। তাই এদিন কচি কাচাদের সঙ্গে অপরাজিতারও শিশুমন প্রকাশ পায়। এদিন ছিল তাঁর নাচের অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই নাচের ভিডিও পোস্ট করেন তিনি। পাশাপাশি সরস্বতী ঠাকুরের একটি পেন্টিং এর সঙ্গে এক বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করেন। আর সেই বান্ধবীর সম্পর্কেই লেখেন ““জীবনে সত্যিকারের বন্ধুত্ব খুব কম হয়। কিন্তু যার সঙ্গে হয়, সব সম্পর্কের উর্ধ্বে গিয়ে সেরার সেরা সম্পর্ক বন্ধুত্বই হয়।”

View this post on Instagram

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

English Summary: Aparajita Adhyay: 'There are very few true friends in life'
Published on: 08 February 2022, 04:56 IST