বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ফরিদুর রেজা সাগর ও সাইফুল ইসলাম মান্নু পরিচালিত "পায়ের ছাপ " ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ শে ডিসেম্বর শুক্রবার । ইমপ্রেস টেলিফিল্মে লিমিটেডের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ‘পায়ের ছাপ’ মুক্তির খবর জানিয়েছেন ।
আবু শাহেদ ইমন জানিয়েছেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে । তারই ধারাবাহিকতার নতুন প্রয়াস ‘পায়ের ছাপ’। তিনি আরও বলেন এই সিনেমাটিতে দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন । পাশাপাশি সাধারণ নারীরা ছবিটি দেখলে অনুপ্রেরণা পাবেন।’
আরও পরুন: বাজারে চাহিদা বাড়ছে কৃত্রিম ফুলের, শীতের মরশুমে মুখে হাসি নেই ফুল চাষিদের
এরমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা ছাড়পত্র পেয়েছে 'পায়ের ছাপ'। এই সিনেমাটি নারীর প্রধান গল্পের ওপর বানান হয়েছে । মূল চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মেঘলা মুক্তা । যিনি কিনা বাংলা ছবির পাশাপাশি তেলেগু ছবিতে সমান ভাবে অভিনয় করেছেন। তার ছবির নাম ‘‘সাকালাকালা ভাল্লাভুলু’।
আরও পরুন : জিএসটি কাউন্সিলের বৈঠক! কীসের ওপর বসবে এবার কর?
সিনেমাটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, নরেশ ভুইয়া, তুষার খান। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু এবং শওকত আলী ইমন। একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমলতা।
পায়ের ছাপ সিনেমাটি তৈরি পিছনে মূল কারন - এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা ।একজন সাধারণ ঘরের নারী কোন রকমের স্বপ্ন দেখতে ভয় পায় কারন স্বপ্ন দেখা তাদের কাছে আতঙ্ক। বর্তমানে সেই ভয়কে জয় ও স্বপ্ন বাস্তবায়ন করা ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে সাথে পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি ভাবনাচিন্তা গড়ে উঠেছে এই সিনেমায়।