এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 June, 2022 5:43 PM IST

বলিউডের বাদশাহ শাহরুখ খানের এ বছর তার দুটি বড় ছবি মুক্তি পাচ্ছে। কিং খানেকে দুর্দান্ত অবতার দেখা যাবে দক্ষিণের নির্মাতা অ্যাটলির ছবি জওয়ানে। এমন চরিত্রে এর আগে তাকে খুব কমই দেখেছেন। ছবিটির টিজার মুক্তির সাথে সাথেই চাঞ্চল্য সৃষ্টি করেছে, তাই ভাবুন ছবিটি যখন মুক্তি পাবে তখন কি হবে।

জওয়ান সম্পর্কে বড় খবর হল জওয়ানকে নিয়ে তৈরি হওয়া হাইপের ফলে নেটফ্লিক্স বিপুল পরিমাণ অর্থ দিয়ে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জওয়ান ছবির নির্মাতারা নেটফ্লিক্সের কাছে সিনেমাটির স্ট্রিমিং স্বত্ব বিক্রি করেছেন। কিন্তু আপনি কি জানেন কত কোটি টাকার স্ট্রিমিং রাইট বিক্রি হয়েছে? সুত্রের খবর, ১২০ কোটি টাকায় নেটফ্লিক্সের কাছে জওয়ানের স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা।  

আরও পড়ুনঃ আমিষ খাবার থেকে দুরত্ব রেখেছেন বলিউডের এই ৭ অভিনেত্রী, ভরসা শাকসব্জি

জমজমাট কামব্যাক বলতেই হবে কিং খানের । এই সিনেমাটি ২ জুন, ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। শাহরুখ খান ও নয়নতারা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জওয়ানে। জওয়ান মুক্তির আগে পাঠানের সঙ্গে সিনে পর্দায় কামব্যাক করবেন শাহরুখ খান। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমা নিয়েও বেশ গুঞ্জন। ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।

আরও পড়ুনঃ অক্ষয়ের পথেই হাঁটলেন KGF’র যশ! ফেরালেন মোটা অঙ্কের টাকার প্রস্তাব

জওয়ানকে নিয়ে কী বললেন শাহরুখ?

সম্প্রতি, ইনস্ট্রাগ্রাম লাইভে ভক্তদের সাথে কথোপকথনে শাহরুখ খান বলেন- জওয়ানে কাজ করে খুব মজা পেয়েছি। ডিরেক্টর অ্যাটলির কাজ সবাই দেখেছেন। তারা গণমুখী চলচ্চিত্র বানায়। এটি এমন একটি চরিত্র যা আমি আগে কখনও করিনি। 

English Summary: Before his release, Shah Rukh Khan's jawan earned crores of rupees
Published on: 29 June 2022, 05:43 IST