এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 2 March, 2023 4:44 PM IST
Image Source- Twitter

শুধু গোলাপি নয় নীল শহরও রয়েছে ভারতের বুকে। সকলেই জানেন ভারতের পিঙ্ক সিটি বলা রাজস্থানের জয়পুরকে। কিন্তু জানেন কি ব্লু সিটি কোন শহরকে বলা হয়? জানলে অবাক হবেন এই ব্লু সিটিও রয়েছে আমাদের মরুরাজ্যেই। মরুর রাজ্য বলা হয় রাজস্থানকে কিন্তু ইতিহাসেরও রাজ্য এই মরু শহর। এই মরু শহরের কোনায় কোনায় রয়েছে নানা ইতিহাস।

তাঁরই এক জলজীবন্ত উদাহরণ হল রাজস্থানের যোধপুর শহর। মেহরানগড় দুর্গের লাগোয়া শহর হল যোধপুর। ওপর থেকে দেখলে পুরো শহরটাই নীল দেখাবে। তবে কেন এই নীল রং সেই ইতিহাস জানতে গেলে শোনা যায় নানা রকম কাহিনী। এই শহরের আদি বাসিন্দারা নানা রকম মত দিয়েছেন এই নীল শহর গড়ে ওঠার কারণ সম্পর্কে। Image Source- Twitter
অনেকেই বলেন নীল রং অতিরিক্ত গরমের সময় বাড়ির ভেতরের অংশ ঠাণ্ডা রাখতে সাহায্য করে। Image Source- Twitter
অতীতে যোধপুরের বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন উইপোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অতএব, এটা বিশ্বাস করা হয় যে নীল রঙ উইপোকা দূরে রাখে। Image Source- Twitter
আবার কারোর মতে আগে শুধুমাত্র ব্রাহ্মণদের বাড়ি নীল রঙের করা হত যাতে সহজেই তাঁদের বাড়ি সনাক্ত করা যায়।

অনেক বিশেষজ্ঞদের মতে ভগবান শিবকে শ্রদ্ধা জানাতে পুরো শহরের রং নীল করা হয়। কারণ বিশ পান করে শিব হয়েছিলেন নীলকণ্ঠি । তাই নীল রং পবিত্র আর সেই হিসেবেই গোটা শহরকে নীল করা হয়।

থর মরুভূমির প্রান্তে অবস্থিত, যোধপুরকে "সূর্যের শহর" বলা হয়, এটি প্রচুর পরিমাণে উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল দিনের অভিজ্ঞতার জন্য নামকরণ করা হয়। এটি বিখ্যাত দুর্গ, প্রাসাদ, সমাধি, বাগান, হ্রদ এবং টাওয়ারের আবাসস্থল, যা এটিকে পর্যটন কার্যকলাপের জন্য একটি হটস্পট করে তুলেছে। 

আরও পড়ুনঃ  পেয়ারা খেলে দূর হবে এসব রোগ, জেনে নিন অন্যান্য উপকারিতা

English Summary: "Blue city" is the city in India!
Published on: 02 March 2023, 02:59 IST