এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 6 July, 2022 5:49 PM IST

বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি বড় দিদির মতো সম্মান করেন। তিন আর কেউ নন, সম্প্রতি বাংলার রাজনিতিতে বহুল চর্চিত নাম তিনি হলেন মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরের হয়ে ফের রাজনীতিতে  সক্রিয় হচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সর্ম্পকে তার রাজনৈতিক রসায়ন কি হতে চলেছে তা নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন বলিউডের সাবেক এই সুপারস্টার।

আরও পড়ুনঃ ভারতে থেকে বাংলাদেশ যাচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য,সুদৃঢ় হবে বাণিজ্যিক সম্পর্ক

দেবের সিনেমা ‘প্রজাপতি’র শুটিং মঙ্গলবার সল্টলেকে শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। শুটিং সেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানতে চাওয়া হলে মিঠুন বলেন,‘আমি জানি না উনি আমাকে ভাই ভাবেন কিনা। কিন্তু আমি এখনও ওনাকে আমার বড়দিদির মতোই সম্মান করি।’

‘প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। আর এই ছবিতে দীর্ঘদিন পরে আবারও একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শংকরকে। এদিন তৃণমূল সাংসদ দেবের প্রয়োজনায় এই সিনেমায় অভিনয় করতে পেরে উচ্চসিত মিঠুন।  দেবের প্রশংসা করে মিঠুন বলেন, ‘ছবি দেখে বেশ মজা পাবেন দর্শকরা। মিষ্টি একটি গল্প তাদের উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি অনেক দিন থেকে দেবকে চিনি। খুব ভাল ও ভদ্র ছেলে। ভগবান ওকে অনেক বড় করবে।’

আরও পড়ুনঃ গত ২৪ঘন্টায় বাড়ল কোভিড সংক্রামন,মৃত্যু হল ২৮ জনের

English Summary: I respect the Chief Minister like a big sister - Mithun Chakraborty
Published on: 06 July 2022, 05:49 IST