শেষ বার তাঁকে কলকাতায় দেখা গিয়েছিল বিধানসভা ভোটের প্রচারে। গত বছর মে মাসে। এক বছরেরও বেশি সময় পর আবার কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালেই তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নেমেছে। সুত্রের খবর, দেখা করতে পারেন বিজেপির শীর্ষ রাজ্য নেতাদের সঙ্গে।
এর আগে আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারেন নি তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিও বার্তা পাঠিয়েছিলেন মহাগুরু। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে ভোট চেয়ে অভিনেতা বলেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’।
তার সাথে ফোনে যোগাযোগ করা যায় না। দেখা পাওয়া যায় না। সোশ্যাল সাইটে নেই। বিলকুল বেপাত্তা। এমনকী তাঁর স্ত্রী যোগিতা, ছেলে মিমো বা পরিবারের অন্যরাও আর কলকাতার পথ মাড়াচ্ছেন না।
আরও পড়ুনঃ ভুয়া লিংকে ক্লিক করার পরই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল অভিনেতার
দীর্ঘ এক বছর পর তিনি কলকাতায় ফিরলেন। সুত্রের খবর , তার শারিরক অবস্থা ভাল থাকলে যেতে পারেন বিজেপির সদর দপতরে।এর আগে আসানসোল উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নীমিত্রা পালের হয়ে প্রচারে আসার কথা থাকলেও তিনি শারিরিক কারন দেখিয়ে আসেননি।
আরও পড়ুনঃ মুক্তির আগেই কোটি টাকা আয় শাহরুখ খানের জওয়ান
বিধানসভা ভোট এবং তৎপরবর্তী উপনির্বাচনগুলিতে প্রত্যাশিত ফল না পেয়ে বঙ্গ বিজেপি যখন লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই মিঠুনের কলকাতায় আসা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।