আজ ভালোবাসা দিবস। আকাশে বাতাসে প্রেমের গন্ধ। পার্ক রেস্তোরায় আজ যুবক যুবতিদের ভিড়। আর সেই প্রেম দিবসেই বড় ঘোষণা করলেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। জানালেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্রী কে জানেন? আর কেউ নয় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সকাল সকাল এই খবর নিজেই জানালেন অভিনেতা। আর বুম্বা দার এই টুইট দেখে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। একসময় একা হাতে গোটা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন এই জুটি। তাছাড়াও আগেও শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন। কিন্তু দুজনই বরাবর বলেছেন তাঁরা খুব ভালো বন্ধু।
তবে হটাত করে এই বিয়ের প্রস্তাব কেন। আজ সকালেই বুম্বা দা একটি ভিডিও পোস্ট করে লেখেন বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি।'' আবার হ্যাশট্যাগ দেওয়া হয় #ProsenjitWedsRituparna। পাশাপাশি দুজনের আগামীর পথ চলা নিয়ে বড়দের আশীর্বাদের কথাও সেখানে উল্লেখ করা হয়। আসলে ক্যাপশন দেখলে সকলের হক চকিয়ে যাওয়ার মতই অবস্থা হবে সকলের। কিন্তু আসল সত্যতা ভিডিওর ভেতরে। আসলে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন ঠিকই কিন্তু রিল লাইফে। পর্দায় ফের ফিরছে এই জুটি। এই সিনেমার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম এবং পল্লবী চট্টোপাধ্যায়। তবে এই নতুন ছবির নাম এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, এই জুটি একসঙ্গে ৪৮টি বাংলা সিনেমায় কাজ করেছেন। মাঝখানে দীর্ঘদিন দুজনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'প্রাক্তন'-এ ফের দেখা যায় দুজনকে। এতদিন পরেও তাঁদের জুটির জন্য দর্শকদের ভালবাসা ১ আনাও কমেনি তারই প্রমাণ প্রাক্তন।
সকলের নিমন্ত্রণ রইলো। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। #ProsenjitWedsRituparna@RituparnaSpeaks @SamratS28910310 @PallaviLive #MohorSen #SharmisthaMukherjee pic.twitter.com/0FN3AfYKu6
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 14, 2022