কৃষিকাজে কৃষিযন্ত্রের প্রয়োগে কাজ আরও সহজ হয়ে যায় কৃষকভাইদের জন্য৷ ক্ষেত্রে বীজ বপন হোক বার ফসল তোলা কৃষিযন্ত্রের সাহায্য নিলে কম সময়ে, কম পরিশ্রমে কাজ সম্পন্ন করা যেতে পারে৷ এই কৃষিকাজে ট্রাক্টর (Tractor) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কিন্তু জ্বালানির উত্তরোত্তর মূল্য বৃদ্ধিতে কৃষকদের ব্যয়ের পরিমাণও বেড়ে চলেছে৷ এমতাবস্থায় এই ডিজেল বাঁচানো কী করে সম্ভব সেই বিষয়ে কৃষকভাইদের নজর দিতে হবে বেশি করে৷
প্রতি ২ মাস অন্তর ইঞ্জেকটর পরীক্ষা আবশ্যিক৷ যদি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় তাহলে বুঝতে হবে বেশি পরিমাণ ডিজেল খরচ হচ্ছে ট্রাক্টরে৷ এই সমস্যা ইঞ্জেক্টর অথবা ইঞ্জেকশন পাম্পে কোনও ধরণের ত্রুটি থেকে হতে পারে৷ তাই প্রতি ২ মাস অন্তর ইঞ্জেক্টর পরীক্ষা করা উচিত৷ এরপরেও কালো ধাঁয়া বের হলে ইঞ্জিনের ওপর চাপ সৃষ্টি হচ্ছে বুঝতে হবে৷ এরকম হলে ট্রাক্টরের ওপরে বোঝার পরিমাণ ততোটাই রাখা উচিত যাতে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া না বের হতে পারে৷ এতে ডিজেল খরচের (Save Diesel) পরিমাণ কমবে৷
যদি কৃষক চাষের জমিতে আড়াআড়ি ট্রাক্টর না চালিয়ে লম্বালম্বি চালালে জমিতে কম ঘুরতে হবে এবং এতে সময় যেমন কম লাগবে তেমনই ডিজেল খরচের পরিমাণও কমবে৷ জমিতে চাষের ক্ষেত্রে যতোটা প্রয়োজন ততোটাই ট্রাক্টর চালানো উচিত৷ এতে শুধু ডিজেলের ব্যয় যে কমবে তাই নয়, সেই সঙ্গে জমি ক্ষতির হাত থেকেও বাঁচবে৷
ইঞ্জিন স্টার্ট করার পরই যদি জোরালো শব্দ করতে থাকে তাহলে বুঝতে হবে এতে হাওয়া কম বা বেশি রয়েছে৷ এর কারণে ডিজেলের খরচ বেড়ে যেতে পারে৷ এরকম পরিস্থিতির সৃষ্টি হলে ইঞ্জিন বন্ধ করে ফের একবার চালু করুন৷
ইঞ্জিনের মোবিল অয়েল বেশি পুরনো হয়ে গেলে তার শক্তি কমে যেতে থাকে৷ এর জন্যও ডিজেলের খরচ বেড়ে যায়৷ এমতাবস্থায় সময় থাকতে ইঞ্জিনের মোবিল অয়েল এবং ফিল্টার, এই দুটিই পরিবর্তন করা আবশ্যিক হয়ে পড়ে৷ প্রসঙ্গত, পাম্প সেট থেকে জল বাইরে বের করে দেওয়ার নলটি যত উপরে ওঠানো হবে, ততোটাই বেশি খরচ হবে ডিজেল৷ তাই যতোটা প্রয়োজন ততোটাই নল ওপরে ওঠানো উচিত৷
এমনই বিভিন্ন ছোট ছোট বিষয়ের কথা মাথায় রাখলে ডিজেলের খরচ (Save Diesel) অনেকটাই বাঁচাতে পারবেন কৃষকেরা৷ কম সময়ে, কম খরচে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে এভাবে যত্ন নিন আপনার ট্রাক্টরের৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- কৃষিকাজের শ্রম ও ব্যয় হ্রাস করতে ব্যবহার করুন বৈদ্যুতিক ট্রাক্টর