বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 15 June, 2020 5:50 PM IST

কৃষিকাজে কৃষিযন্ত্রের প্রয়োগে কাজ আরও সহজ হয়ে যায় কৃষকভাইদের জন্য৷ ক্ষেত্রে বীজ বপন হোক বার ফসল তোলা কৃষিযন্ত্রের সাহায্য নিলে কম সময়ে, কম পরিশ্রমে কাজ সম্পন্ন করা যেতে পারে৷ এই কৃষিকাজে ট্রাক্টর (Tractor) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কিন্তু জ্বালানির উত্তরোত্তর মূল্য বৃদ্ধিতে কৃষকদের ব্যয়ের পরিমাণও বেড়ে চলেছে৷ এমতাবস্থায় এই ডিজেল বাঁচানো কী করে সম্ভব সেই বিষয়ে কৃষকভাইদের নজর দিতে হবে বেশি করে৷

প্রতি ২ মাস অন্তর ইঞ্জেকটর পরীক্ষা আবশ্যিক৷ যদি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় তাহলে বুঝতে হবে বেশি পরিমাণ ডিজেল খরচ হচ্ছে ট্রাক্টরে৷ এই সমস্যা ইঞ্জেক্টর অথবা ইঞ্জেকশন পাম্পে কোনও ধরণের ত্রুটি থেকে হতে পারে৷ তাই প্রতি ২ মাস অন্তর ইঞ্জেক্টর পরীক্ষা করা উচিত৷ এরপরেও কালো ধাঁয়া বের হলে ইঞ্জিনের ওপর চাপ সৃষ্টি হচ্ছে  বুঝতে হবে৷ এরকম হলে ট্রাক্টরের ওপরে বোঝার পরিমাণ ততোটাই রাখা উচিত যাতে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া না বের হতে পারে৷ এতে ডিজেল খরচের (Save Diesel) পরিমাণ কমবে৷

যদি কৃষক চাষের জমিতে আড়াআড়ি ট্রাক্টর না চালিয়ে লম্বালম্বি চালালে জমিতে কম ঘুরতে হবে এবং এতে সময় যেমন কম লাগবে তেমনই ডিজেল খরচের পরিমাণও কমবে৷ জমিতে চাষের ক্ষেত্রে যতোটা প্রয়োজন ততোটাই ট্রাক্টর চালানো উচিত৷ এতে শুধু ডিজেলের ব্যয় যে কমবে তাই নয়, সেই সঙ্গে জমি ক্ষতির হাত থেকেও বাঁচবে৷

ইঞ্জিন স্টার্ট করার পরই যদি জোরালো শব্দ করতে থাকে তাহলে বুঝতে হবে এতে হাওয়া কম বা বেশি রয়েছে৷ এর কারণে ডিজেলের খরচ বেড়ে যেতে পারে৷ এরকম পরিস্থিতির সৃষ্টি হলে ইঞ্জিন বন্ধ করে ফের একবার চালু করুন৷

ইঞ্জিনের মোবিল অয়েল বেশি পুরনো হয়ে গেলে তার শক্তি কমে যেতে থাকে৷ এর জন্যও ডিজেলের খরচ বেড়ে যায়৷ এমতাবস্থায় সময় থাকতে ইঞ্জিনের মোবিল অয়েল এবং ফিল্টার, এই দুটিই পরিবর্তন করা আবশ্যিক হয়ে পড়ে৷ প্রসঙ্গত, পাম্প সেট থেকে জল বাইরে বের করে দেওয়ার নলটি যত উপরে ওঠানো হবে, ততোটাই বেশি খরচ হবে ডিজেল৷ তাই যতোটা প্রয়োজন ততোটাই নল ওপরে ওঠানো উচিত৷

এমনই বিভিন্ন ছোট ছোট বিষয়ের কথা মাথায় রাখলে ডিজেলের খরচ (Save Diesel) অনেকটাই বাঁচাতে পারবেন কৃষকেরা৷ কম সময়ে, কম খরচে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে এভাবে যত্ন নিন আপনার ট্রাক্টরের

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- কৃষিকাজের শ্রম ও ব্যয় হ্রাস করতে ব্যবহার করুন বৈদ্যুতিক ট্রাক্টর

English Summary: Tips to save diesel in tractor
Published on: 15 June 2020, 05:47 IST