এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 1 June, 2021 4:29 PM IST
Agri machinery (Image Credit - Google)

আমাদের দেশে ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। শুধুমাত্র কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়।কৃষকদের চাষের কাজের সুবিধার্থে এবং শারীরিক ও আর্থিক ব্যয় কমাতে এখন বাজারে  বিভিন্ন যন্ত্রাংশ (Farm Equipment) বিক্রি হয়ে থাকে । কিন্তু এই যন্ত্রাংশগুলিও অনেক কৃষকের পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠেনা ।

কৃষকের কৃষি কাজে সহায়তার জন্য কৃষি যন্ত্রপাতি (Agricultural Machinery)  কেনার জন্য সরকারি অনুদান প্রকল্প অনেকদিন আগেই চালু হয়েছে |এই প্রকল্পের অধীনে কৃষক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি 35% – 50% অনুদান পেয়ে থাকে |সরকারি অনুদান প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে | প্রতিবছরই জুন-জুলাই থেকে অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয় |

কোন কোন কৃষি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে (Agricultural schemes) -

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প ( FSSM )

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI )

কৃষি যন্ত্রাদির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প ( CHC )

প্রকল্প গুলির সংক্ষিপ্ত বিবরণ:

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প (FSSM) -

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের (Financial Support Scheme for Farm Mechanization) সুযোগ নিতে পারবেন | এছাড়াও তিনি বিগত 5 বছরে কৃষি যন্ত্রপাতি প্রকল্পের কোন সুযোগ নেননি | ট্রাক্টর নিতে ইচ্ছুক কৃষক 2.5 একর এবং পাওয়ার টিলার নিতে ইচ্ছুক কৃষকের 1.5 একর জমির মালিকানা থাকতে হবে |

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প / One Time Assistance – Small Farm Implements ( OTA – SFI )

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক । সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক । এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবে ।এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি । ভর্তুকির পরিমাণ – মোট দামের 50% বা 10 হাজার টাকার মধ্যে যেটি নিম্নতর |

কৃষি যন্ত্রাদি (Agricultural Machinery) ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প (CHC) -

কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ২০ লক্ষ টাকা থেকে ২০০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ধরা হয় | ৪০ শতাংশ বা ৮০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ভর্তুকি পাওয়া যায় | ২০২০-২০২১ আর্থিক বর্ষে এই ভর্তুকির পরিমান ১ কোটি টাকা করা হয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন |এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি|

আরওপড়ুন - বাংলা শস্য বীমা যোজনায় আপনার নাম রয়েছে তো? কৃষকবন্ধুরা নিজের স্থিতি পরীক্ষা করুন এই পদ্ধতিতে

আবেদন করার অনলাইন লিংক (Online link):

অনলাইন এ আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

https://farmmech.matirkatha.net/Controller_home

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI ) এর জন্য আবেদনপত্রে ক্লিক করুন

https://www.onlinetotalguide.in/wp-content/uploads/2020/08/ota-sfi-application-form.pdf

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - PM- CARES for Children: কোভিড -১৯ –এ অনাথ শিশুদের জন্য সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা কেন্দ্রের

English Summary: Agricultural Farm Machinery Equipment:Learn the details of the financial grant scheme for the purchase of agricultural machinery
Published on: 01 June 2021, 04:29 IST