বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 1 June, 2021 4:29 PM IST
Agri machinery (Image Credit - Google)

আমাদের দেশে ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। শুধুমাত্র কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়।কৃষকদের চাষের কাজের সুবিধার্থে এবং শারীরিক ও আর্থিক ব্যয় কমাতে এখন বাজারে  বিভিন্ন যন্ত্রাংশ (Farm Equipment) বিক্রি হয়ে থাকে । কিন্তু এই যন্ত্রাংশগুলিও অনেক কৃষকের পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠেনা ।

কৃষকের কৃষি কাজে সহায়তার জন্য কৃষি যন্ত্রপাতি (Agricultural Machinery)  কেনার জন্য সরকারি অনুদান প্রকল্প অনেকদিন আগেই চালু হয়েছে |এই প্রকল্পের অধীনে কৃষক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি 35% – 50% অনুদান পেয়ে থাকে |সরকারি অনুদান প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে | প্রতিবছরই জুন-জুলাই থেকে অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয় |

কোন কোন কৃষি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে (Agricultural schemes) -

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প ( FSSM )

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI )

কৃষি যন্ত্রাদির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প ( CHC )

প্রকল্প গুলির সংক্ষিপ্ত বিবরণ:

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প (FSSM) -

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের (Financial Support Scheme for Farm Mechanization) সুযোগ নিতে পারবেন | এছাড়াও তিনি বিগত 5 বছরে কৃষি যন্ত্রপাতি প্রকল্পের কোন সুযোগ নেননি | ট্রাক্টর নিতে ইচ্ছুক কৃষক 2.5 একর এবং পাওয়ার টিলার নিতে ইচ্ছুক কৃষকের 1.5 একর জমির মালিকানা থাকতে হবে |

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প / One Time Assistance – Small Farm Implements ( OTA – SFI )

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক । সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক । এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবে ।এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি । ভর্তুকির পরিমাণ – মোট দামের 50% বা 10 হাজার টাকার মধ্যে যেটি নিম্নতর |

কৃষি যন্ত্রাদি (Agricultural Machinery) ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প (CHC) -

কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ২০ লক্ষ টাকা থেকে ২০০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ধরা হয় | ৪০ শতাংশ বা ৮০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ভর্তুকি পাওয়া যায় | ২০২০-২০২১ আর্থিক বর্ষে এই ভর্তুকির পরিমান ১ কোটি টাকা করা হয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন |এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি|

আরওপড়ুন - বাংলা শস্য বীমা যোজনায় আপনার নাম রয়েছে তো? কৃষকবন্ধুরা নিজের স্থিতি পরীক্ষা করুন এই পদ্ধতিতে

আবেদন করার অনলাইন লিংক (Online link):

অনলাইন এ আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

https://farmmech.matirkatha.net/Controller_home

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI ) এর জন্য আবেদনপত্রে ক্লিক করুন

https://www.onlinetotalguide.in/wp-content/uploads/2020/08/ota-sfi-application-form.pdf

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - PM- CARES for Children: কোভিড -১৯ –এ অনাথ শিশুদের জন্য সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা কেন্দ্রের

English Summary: Agricultural Farm Machinery Equipment:Learn the details of the financial grant scheme for the purchase of agricultural machinery
Published on: 01 June 2021, 04:29 IST