'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 28 October, 2020 12:15 PM IST
Farming land

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের কোটি কোটি কৃষক বার্ষিক ছয় হাজার টাকার সুবিধা পাচ্ছেন। ২০০০ টাকার কিস্তি প্রতি চার মাসে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। কোটি কোটি এই প্রকল্পে নিজেকে নিবন্ধন করলেও এখনও অনেক কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্ট-এ টাকা আসে না।

আপনি কি জানেন, অর্থ স্থানান্তরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও অ্যাকাউন্টে পেমেন্ট ব্যর্থ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এর একটি বড় কারণ হল, আবেদনকারীর নাম, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কোন একটিতে ত্রুটি অর্থাৎ, কারও আবেদনে লিখিত নাম আধারকার্ডের সাথে মেলে না অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে অমিল, কারোর আধার নম্বরটি ভুল প্রদান করা হয়েছে অথবা কেউ হয়তো অন্য কোন তথ্য প্রদানে ভুল করেছেন। এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে।

অ্যাকাউন্টটি অবৈধ হওয়ার আরেকটি কারণ ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’-তে আধার লিঙ্ক হয় নি।

আবেদনের পরেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তবে এর জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই, বরং আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসেই এটি ঠিক করতে পারেন।

কীভাবে তা দেখে নিন (Know how to update your details in PM Kisan) –

আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তবে তথ্য ভুল সংক্রান্ত ত্রুটি সংশোধন করা অত্যন্ত সহজ হবে। এর জন্য প্রথমে -

১) প্রধানমন্ত্রী- কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন https://pmkisan.gov.in/

২) এখানে ফার্মার কর্নারে ক্লিক করে ভিতরে যান এবং এডিট আধার ডিটেলস বিকল্পে ক্লিক করুন।

৩) আপনি এখানে আপনার আধার নম্বর এন্টার করুন। এর পরে প্রদত্ত ক্যাপচা কোড এন্টার করুন এবং সাবমিট করুন।

যদি আপনার নামটি আধার কার্ড অনুযায়ী আবেদনপত্রে আলাদা হয়, তবে আপনি এটি অনলাইনে ঠিক করতে পারেন। যদি অন্য কোনও ভুল থাকে, তবে আপনার অ্যাকাউন্টেন্ট এবং কৃষি বিভাগের অফিসে যোগাযোগ করুন।

Image source - Google

Related link - গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাচ্ছেন তো? চেক করুন এই পদ্ধতিতে

English Summary: Aren't you getting PM Kisan's money? Then apply in this process
Published on: 28 October 2020, 12:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)