'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 15 August, 2020 4:15 PM IST
CM Mamata Banerjee

‘কর্ম সাথী প্রকল্প’, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচলিত একটি প্রকল্প, যার দ্বারা বেকার যুবক ও যুবতীদের স্ব-কর্মসংস্থানের জন্য লোণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১ লাখ বেকার যুবককে উপকৃত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার। এই স্কিমটি সফলভাবে প্রয়োগের মাধ্যমে সরকার যুবকদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ প্রদান করবে। এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জানা গেছে।

এই প্রকল্পের আওতায় প্রণোদনের পরিমাণ -

এই প্রকল্পের আওতায় স্ব-কর্মসংস্থানের জন্য যোগ্য আবেদনকারীকে রাজ্য সরকারের তরফ থেকে লোণ বাবদ ২ লক্ষ টাকা প্রদান করা হয় ৩ বছরের জন্য।

যোগ্যতার মানদণ্ড (Eligibility) -

এই স্কিমে আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নে প্রদত্ত যোগ্যতার মানদণ্ডটি অনুসরণ করতে হবে –

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের যুবক হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ এবং দশম শ্রেণি শেষ করতে হবে।

গুরুত্বপূর্ণ নথি (Important document)-

‘কর্ম সাথী প্রকল্প’ – এই প্রকল্পে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ নথি –

  • ভোটার আইডি কার্ড
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ঠিকানার প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

কর্ম সাথী প্রকল্প আবেদন প্রক্রিয়া (Application procedure) -

যেহেতু এই প্রকল্পটি সদ্য চালু হওয়া একটি প্রকল্প, তাই পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক স্কিমটি সম্পর্কে অনলাইনে আবেদন করার জন্য সরাসরি কোন ওয়েবসাইট বা সম্পূর্ণ তথ্য আবদ্ধ করা হয়নি। কর্তৃপক্ষ শীঘ্রই প্রকল্পটি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সম্পর্কিত কর্তৃপক্ষ দ্বারা সরকারী বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব।

তবে সূত্র অনুযায়ী, আবেদনকারী ব্লকের বিডিও অফিস থেকে এই প্রকল্প সংক্রান্ত, লোণের আবেদন সম্পর্কিত তথ্য পেতে পারেন।

এছাড়া নিম্নে প্রদত্ত লিঙ্কে ক্লিক করে আপনি গুগল প্লে স্টোর থেকে কর্ম সাথী প্রকল্প অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এতে আপনি সমস্ত বিজ্ঞপ্তি পাবেন।

https://play.google.com/store/apps/details?id=com.muktomonaapurba.SOM_MANCHA 

দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়লেও বাংলায় বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৯.১১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আশা করা হচ্ছে, এই প্রকল্পের প্রয়োগে রাজ্যে বেকারত্বের হার আরও হ্রাস পাবে।

Image source - Google

Related link - (Car with warranty for less than 3 lakhs) মাত্র ৩ লাখেরও নীচে পাবেন ওয়ারেন্টি সহ মারুতির এই গাড়ি

(Crop insurance) কী সুবিধা পাবেন ফসল বীমা করলে? কীভাবেই বা আবেদন করবেন, রইল সকল তথ্য কৃষক বন্ধুদের জন্য

English Summary: Karma Sathi Prakalpa - Employment Opportunity for About 1 Lakh Unemployed Youth - West Bengal State Government
Published on: 15 August 2020, 04:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)