Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 16 August, 2021 8:04 PM IST
Kisan Man Dhan Yojana (Image Credit - Google)

‘প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা’ কৃষকদের জন্য একটি সামাজিক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের পরে সরকার বার্ষিক ৩৬ হাজার টাকা পেনশন প্রদান করে থাকে। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ কৃষক এই প্রকল্পের জন্য নিবন্ধন করেছেন।

চলুন জেনে নেওয়া যাক, এই প্রকল্পের সুবিধা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে

এই যোজনায় আবেদনের যোগ্যতা (Eligibility)-

  • এই যোজনায় ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে কৃষকরা নিজের নাম নথিভুক্ত করতে পারবন।

  • যে কৃষক নিজের নাম নথিভুক্ত করতে চান তার ৫ একর অর্থাৎ ২ হেক্টর জমি থাকতে হবে।

  • এই প্রকল্পে আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।

  • এই যোজনায় কৃষকরা সর্বনিম্ন ৫৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত প্রতি মাসে জমা দিতে পারবেন। যদি কোনো কৃষক আঠারো বছর বয়সেই তার নিজের নামে যোজনা নথিভূক্ত করেন তাহলে তাকে প্রতি মাসে ৫৫ টাকা করে দিতে হবে অর্থাৎ বছরে ৬৬০ টাকা এবং কোন কৃষক যদি ৪০ বছর বয়সে নিজের নাম নথিভুক্ত করেন তাহলে তাকে প্রতি মাসে ২০০ টাকা করে দিতে হবে অর্থাৎ বছরে ২৪০০ টাকা।

  • এই যোজনায় অন্তর্গত কৃষকদের ৬০ বছর বয়সের পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।

  • যদি কোনো কারণবশত সুবিধাভোগীর মৃত্যু হয় তাহলে তার স্ত্রী ৫০% পেনশন পাবেন। যদি কোন কৃষক সময়ের আগেই এই স্কিম থেকে বেরিয়ে যেতে চান, তাহলে তার টাকা নষ্ট হবে না। যত টাকা জমা দেওয়া হয়েছে, সেই টাকা ব্যাংকের সুদের হার অনুযায়ী রিটার্ন করা হবে।

অফলাইন আবেদন প্রক্রিয়া (Offline Application Procedure) –

  • এই প্রকল্পের অধীনে অফলাইনে নিবন্ধন করতে হলে, আপনি নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC) থেকে করতে পারেন।

  • প্রমাণ স্বরূপ আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাংক পাসবুক বা চেক বই বা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দাখিল করতে হবে (আইএফএসসি কোডের সাথে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন)।

  • প্রাথমিক পর্যায়ে নগদ অবদানের পরিমাণ গ্রাম স্তরের উদ্যোক্তা (Villege Level Entrepreneur) কে করা হবে।

  • ভিএলই প্রমাণীকরণের জন্য আধার কার্ডে মুদ্রিত হিসাবে আধার নম্বর, গ্রাহকের নাম এবং জন্ম তারিখের কী-ইন করবে।

  • ভিএলই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা, পত্নী (যদি থাকে) এবং মনোনয়ন প্রত্যাশীদের বিবরণ পূরণ করে অনলাইনে নিবন্ধকরণ সম্পূর্ণ করবে।

  • সিস্টেম গ্রাহকের বয়স অনুসারে প্রদানযোগ্য মাসিক অবদানের গণনা করবে।

  • গ্রাহকরা প্রথম স্তরের সাবস্ক্রিপশন পরিমাণ নগদ হিসাবে ভিলিএতে প্রদান করবেন।

  • তালিকাভুক্তি সহ অটো ডেবিট আদেশ আদেশ ফর্মটি মুদ্রিত হবে এবং আরও গ্রাহক স্বাক্ষরিত হবে। ভিএলই একই স্ক্যান করে এটি সিস্টেমে আপলোড করবে।

  • একটি অনন্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর (কেপিএন) উত্পন্ন হবে এবং কিষাণ কার্ড মুদ্রণ করা হবে।

আরও পড়ুন - Krishak Bandhu Updated - জেনে নিন কৃষকবন্ধু প্রকল্পে নয়া পরিবর্তন সম্পর্কে

অনলাইন আবেদন পদ্ধতি (Online Application Procedure)-

অনলাইনে আবেদন করতে হলে ক্লিক করুন এই লিঙ্কে - https://connect.csc.gov.in/account/authorize?response_type=code&client_id=2e7a410d-0100-4f99-ba1d-879c72e4fff0&redirect_uri=https%3A%2F%2Fmaandhan.in%2Fauth%2Fcallback&state=83134

বিশদ তথ্যের জন্য লগ ইন করুন –

https://pmkmy.gov.in/

https://pmkmy.gov.in/scheme/pmkmy

মনে রাখবেন,  এই প্রকল্পে একজন কৃষকের বয়স কমপক্ষে ১৮ থেকে ৪০ বছর হওয়া উচিত। পিএমকেএমওয়াই-এর জন্য কে আবেদন করতে পারবে না? ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যারা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন প্রকল্প, জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস), এবং কর্মচারী তহবিল সংস্থা প্রকল্পের মতো অন্য কোনও পেনশন প্রকল্পের আওতায় রয়েছেন।

আরও পড়ুন - PM KISAN Update - নবম কিস্তি প্রেরণ শুরু পিএম কিষানের আওতায়, অর্থ না পেলে যোগাযোগ করুন এই নম্বরে

English Summary: Monthly pension scheme for farmers know how to apply
Published on: 13 August 2021, 06:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)