'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 28 August, 2020 2:36 PM IST
Gov scheme

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করোনাভাইরাসজনিত এই মহামারীর সময়কালে ক্ষুদ্র ব্যবসায়ীদের ১ ঘণ্টারও কম সময়ে ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোণ দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্রকল্প প্রধানমন্ত্রী মুদ্রা লোণ প্রকল্পের আওতায় ব্যাংক এই লোণ দিচ্ছে। এই স্কিমটি শুরু করার মূল লক্ষ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সমস্যাগুলি কিছুটা হলেও নির্মূল করা এবং তাদের ব্যবসার অগ্রগতিতে সহায়তা করা।

এসবিআই তার গ্রাহকদের টুইটারের মাধ্যমে জানিয়েছে যে, এখন আপনি বাড়িতে বসেও মুদ্রা লোণ সহজেই পেতে পারেন। এর জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে, তার পরে আপনি কেবল ৫৯ মিনিটের মধ্যে ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা লোণ পেতে সক্ষম হবেন। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে শুরু হবে।

প্রধানমন্ত্রী-মুদ্রা যোজনা কী? (PM Mudra Loan) -

মুদ্রা শব্দটি মাইক্রো ইউনিট ডেভলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি থেকে উদ্ভূত হয়েছে। এই প্রকল্পের আওতায় যে কোনও ব্যক্তি সহজেই লোণ নিতে পারবেন। এই স্কিমের আওতায় লোণ নেওয়ার সময় কোনও গ্যারান্টির দরকার নেই। এই প্রকল্পটি ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের ব্যবসা সম্প্রসারিত করতে সহায়তা করবে।

এই যোজনায় তিন ভাগে লোণ দেওয়া হয়ে থাকে৷ এই তিনটি ভাগ হল -

১) শিশু মুদ্রা লোণ - এই বিভাগের ভিত্তিতে ৫০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যাবে৷

২) কিশোর মুদ্রা লোণ - এর ভিত্তিতে ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যেতে পারে৷

৩) তরুণ মুদ্রা লোণ এই বিভাগে ৫,০০,০০০ থেকে ১০,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যায়৷

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় লো পেতে আপনাকে এই প্রয়োজনীয় নথি সরবরাহ করতে হবে -

১) পরিচয়ের প্রমাণ স্বরূপ প্যান কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি কার্ড/পাসপোর্ট দাখিল করতে হবে।

২) লোণ পেতে - ভোটাররা আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং বিদ্যুতের বিল জমা দিতে পারেন।

আবেদনকারী লোণ নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন, আবার অনেকে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেও লোণের আবেদন করে থাকেন। এই প্রকল্পের আওতায় লোণ নিয়ে ব্যবসা করে বহু মানুষ আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন।

এগুলি ছাড়াও, যদি আপনি প্রধানমন্ত্রী-মুদ্রা লোণ পেতে সক্ষম না হন তবে নীচে দেওয়া টোল ফ্রি নাম্বারে কল করে আপনি অভিযোগ দায়ের করতে পারেন।

প্রধানমন্ত্রী-মুদ্রা টোল ফ্রি নম্বর (PM Mudra Loan toll free no.) -

ন্যাশনাল – ১৮০০ ১৮০ ১১১১ এবং ১৮০০ ১১ ০০০১

Image Source - Google

Related link - (POMIS) সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনিও পাবেন প্রতি মাসে ৫০০০ টাকা

(Kisan Credit Card) কেসিসি-র মাধ্যমে লোণ পরিশোধের ক্ষেত্রে কৃষকরা পাবেন বিশেষ ছাড়

English Summary: Mudra Loan - Have an account with SBI? Get up to 10 lakh loan in just 59 minutes sitting at home in this government scheme
Published on: 28 August 2020, 02:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)