১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 23 December, 2021 10:59 AM IST

কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তাই বছরের শেষে কৃষকদের জন্য খুশির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। বছরের শুরুতেই কৃষকদের উপহার দিতে চলেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 জানুয়ারী, 2022 তারিখে দুপুর 12 টায় PM কিষাণ যোজনার 10 তম কিস্তি প্রকাশ করবেন। ইতিমধ্যেই এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। প্রায় 22000 কোটি টাকা হতে পারে। স্বাধীনতার পর এটাই প্রথম প্রকল্প, যার আওতায় প্রথমবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ১১ কোটি কৃষককে ১.৬১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায়  ক্ষুদ্র কৃষকরা উপকৃত হচ্ছেন।  

আরও পড়ুনঃ জয় কিষান জয় বিজ্ঞান সপ্তাহ পালন করবে কৃষি জাগরণ

1লা জানুয়ারি কৃষকরা 2000 টাকা পাবেন। ফলে রবি ফসলের জন্য তাঁরা তাঁদের কাজ কিছুটা এগিয়ে রাখতে পারবে। এর আগের কিস্তির সাহায্য গম এবং সরিষা বপনের কাজ সেরেছিলেন কৃষকরা। তারপর অপেক্ষায় ছিলেন পরবর্তী কিস্তির জন্য। এই কিস্তির সাহায্যে কৃষকরা সার এবং জলের সরঞ্জাম করতে পারবেন। 1 ডিসেম্বর, 2018-এ এই প্রকল্পটি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা এখনও এই স্কিমের জন্য আবেদন করেননি তাঁরা এখুনি আবেদন করুন। অনলাইনে বা CSC-তে গিয়ে এই প্রকল্পের জন্য কৃষকরা  আবেদন করতে পারেন।

আরও পড়ুনঃ  ঋণ মকুব সত্ত্বেও কৃষকের আত্মহত্যা থামছে না

তবে আবেদন করার সময় সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সফল হচ্ছে কিনা। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং ফিল্ড রেকর্ড ইত্যাদির তথ্য ঠিক আছে কিনা যাচাই করে নিন। যদি কোনও সমস্যা হয় তবে আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইনে (155261 বা 011-24300606) যোগাযোগ করতে পারেন।

 

 

English Summary: Pm kissan 10th installment in January 1
Published on: 23 December 2021, 10:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)