এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 8 April, 2022 5:41 PM IST
সুফল বাংলাঃ সস্তায় মিলবে সব্জি এবং ফল, রাজ্য সরকারের নয়া পদক্ষেপ

যত বাড়ছে গরমের দাপট তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারে শাকসব্জি, ফলের দাম। বাজারের এখন আলু, পেঁয়াজ, বিভিন্ন ফলের দাম আগুন। বাজারে সব্জি আর ফলে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। এই পরিস্থিতিতে বঙ্গবাসীদের কিছুটা স্বস্তি দিল রাজ্য সরকার। এই সমস্যার সমাধান করতে সুলভে খাদ্যদ্রব্য বিক্রির পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সমস্যার সমাধানের বিকল্প হিসেবে নিয়ে এসেছেন সুফল বাংলা। খোলা বাজারের তুলনায় সুফল বাংলা স্টলে কিছুটা কম দামে মিলবে খাদ্যদ্রব্য। সম্প্রতি এই স্টলের সংখ্যা ৩৩২ থেকে ৫০০ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ  আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ আর কতদিন? রইল বড় আপডেট

কি কি খাদ্যদ্রব্যে দাম কমানো হয়েছে

এখন চলছে রমজান মাস। তাই রোজা ভাঙার জন্য সকলেই ফল খান। সেক্ষেত্রে শসা, কলা, তরমুজের দাম কমানো হয়েছে। পাশাপাশি আলু, পেঁয়াজ, ছোলা ইত্যাদির দামেও দেওয়া হয়েছে বিশেষ নজর।

আরও পড়ুনঃ  বিধবাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার! বৃহৎ পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুফল বাংলায় কী দাম হবে

পেঁয়াজ ১৫ টাকা কেজি দরে বিক্রি হবে সুফল বাংলার স্টলে। তরমুজ বিক্রি হবে ২৫ টাকায়। সিঙ্গাপুরি কলা ডজন প্রতি ২৫ টাকা। পাকা পেঁপে ৪৫ টাকায় এবং আলু ১৮ টাকা কেজি দরে মিলবে। পাশপাশি আদা, রসুন সহ ছোলার দামও অনেক কম হবে।

প্রতিটি বাজারেই মিলবে এই সুফল বাংলার স্টল। সকাল ৮ টা থেকে ১১ টা এবং দুপুর ৩ টে থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত খোলা থাকবে এই স্টল।

English Summary: Sufal Bangla: Vegetables and fruits will be available cheaply, new steps of the state government
Published on: 08 April 2022, 05:36 IST