আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ আর কতদিন? রইল বড় আপডেট

রাজ্যের মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী এনেছেন তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বিনামুল্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন।

Rupali Das
Rupali Das
আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ আর কতদিন? রইল বড় আপডেট

রাজ্যের মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী এনেছেন তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বিনামুল্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। পরিবারের একজনের নামে তৈরি হয় এই কার্ড। একটি কার্ডেই পরিবারের সকলই সুবিধা পান। তবে সম্প্রতি এই কার্ড নিয়ে এল বিশেষ তথ্য। সমস্ত কার্ডের মেয়াদ সংক্রান্ত একটি বিষয় থাকে। তাই স্বাস্থ্য সাথী কার্ডেরও মেয়াদ রয়েছে।

বর্তমানে এই কার্ডের মেয়াদ শেষ হতে চলেছে। আসুন জেনে নিন কীভাবে জানতে পারবেন আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার মেয়াদ আর কতদিন। আর যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই আবার রিনুয়াল করতে হবে।

আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাক্টিভ আছে কিনা তা জানার জন্য https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন। যদি আপনার কার্ডের URN মনে থাকে তাহলে  Card Verification অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর URN নম্বর দেওয়ার জন্য একটি বক্স দেখা যাবে। এই বক্সে URN নম্বর দিলেই আপনি জানতে পারবেন আপনার কার্ড অ্যাক্টিভ আছে, না নেই।

তবে আপনার যদি URN নম্বর মনে না থাকে তাহলে সেই সমস্যারও সমাধান রয়েছে। সেক্ষেত্রে URN খোঁজার জন্য  https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর Find Your Name অপশনে ক্লিক করুন। তারপর স্বাস্থ্যসাথী প্রকল্পে যে নম্বর রয়েছে সেই নম্বর সাবমিট করুন। তারপর নির্দিষ্ট জায়গায় রাজ্য, জেলা, ব্লক, গ্রাম, নিজের আধার নম্বর দিন। তৈরি হয়ে যাবে URN নম্বর।

আরও পড়ুনঃ  মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে মোদী সরকার! জেনে নিন কীভাবে আবেদন করবেন

Published On: 29 March 2022, 12:58 PM English Summary: How long is the health partner card validity? There was a big update

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters