এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 September, 2021 3:15 PM IST
Covid delta variant (image credit- Google)

সব ধরনের ভাইরাসই সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গতিবিধি পরিবর্তন করে। ঠিক যেমন সার্স-কোভিড-২ প্রতিনিয়ত মারাত্মক হয়ে উঠছে- এমনই মত গবেষকদের। ২০২০ সালের শুরুর দিকে যখন করোনাভাইরাস প্রথম চিহ্নিত হয়, তারপর থেকে এটির হাজার হাজার মিউটেশন হয়েছে।মিউটেশনের মাধ্যমে এভাবে যে পরিবর্তিত ভাইরাস তৈরি হয়, তাকে বলা হয় ভেরিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ মিউটেশনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারে কোনো প্রভাবই আসলে পড়ে না। সময়ের সঙ্গে সেটি বিলুপ্তও হয়ে যায়।

এই ভেরিয়েন্টের কারণেই ভারতে চলতি বছরের এপ্রিল-মে মাসে করোনাভাইরাসের মারাত্মক দ্বিতীয় ঢেউ আঘাত হানে। এরপর এটি যুক্তরাজ্যেও প্রাধান্য বিস্তার করে। বিশ্বের ৯০টির বেশি দেশে এই ভেরিয়েন্ট ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’বা ভিওসি বলে অভিহিত করেছে। করোনাভাইরাসের অন্যান্য স্ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক হলো ডেল্টা ভেরিয়েন্ট। তবে এগুলোর মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট সবচেয়ে মারাত্মক।

ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ-

১) করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে রোগীর শরীরে হালকা থেকে মাঝারি উপসর্গ দেখা দিতে পারে। আবার কেউ কেউ উপসর্গবিহীন হলেও এই ভাইরাসের বাহক হতে পারেন।

২) এই ভেরিয়েন্টের নানা উপসর্গের মধ্যে সবচেয়ে সাধারণ হলো উচ্চ মাত্রায় জ্বর। এটি জানান দেয় যে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য রোগ-জীবাণুর সঙ্গে লড়াই করছে। এর ফলে শরীর ব্যথা ও জ্বর হতে পারে।

৩) ডেল্টা ভেরিয়েন্টের আরও একটি লক্ষণ হলো, অস্বাভাবিক কাশি হওয়া। খুশখুশে বা শুষ্ক কাশি হয়ে থাকে এক্ষেত্রে। যদিও কাশির সঙ্গে কফ ওঠে না। তবে মাত্রারিক্ত কাশি হতে পারে।

আরও পড়ুন -Benefits of serpentina plant: জেনে নিন সর্পগন্ধা গাছের বিশেষ ঔষধি গুণাবলী

৪) শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়তে পারে। কোনো কারণ ছাড়া বা পরিশ্রম না করেও যদি আপনি ক্লান্তি অনুভব করেন কিংবা দুর্বল হন সেটিও ডেল্টা ভেরিয়েন্টের উপসর্গ হতে পারে।

৫) গন্ধ ও স্বাদ হারিয়ে ফেলতে পারেন করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক স্ট্রেন ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে। এটি হতে পারে একটি নিশ্চিত লক্ষণ, যেটি করোনায় আক্রান্ত কমবেশি সব রোগীর মধ্যেই দেখা দিয়েছে।

৬) অতিরিক্ত মাথাব্যথাও হতে পারে করোনার ডেল্টা ভেরিয়েন্টের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তীব্র মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব ও বমিও হতে পারে এতে আক্রান্ত হলে।

) করোনা টিকা নেওয়ার পরেও আপনি ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারেন। যদি এমনটি হয় তাহলে দেখা দেয় মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথার মতো লক্ষণ। যা সাধারণ ফ্লু মতো।

কীভাবে নিরাপদে থাকবেন?

 

টিকা নেওয়ার পরও মাস্ক পরতে হবে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখুন। যদি এখনও কেউ করোনার টিকা না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আর দেরি না করে টিকা গ্রহণ করুন। কারণ টিকা নেওয়া থাকলে গুরুতর অসুস্থতা থেকে রক্ষা পাবেন।

আরও পড়ুন -Sesbania grandiflora cultivation process: জেনে নিন বকফুল চাষের বিস্তারিত পদ্ধতি

English Summary: Covid Delta Variant Symptoms: How do you know if you are affected by Covid Delta variant? Read the article
Published on: 07 September 2021, 03:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)