Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 7 July, 2020 7:05 PM IST

অনেকেরই ভোরবেলা ঘুম ভাঙার পর বিছানায় চা (Morning Bed Tea) খাওয়ার অভ্যাস রয়েছে, যাকে আমরা বলে থাকি বেড-টি৷ বিছানায় বসে আধো ঘুমের মধ্যে এই চা যেন বাড়তি আরাম দেয়৷ বিশ্বের কোটি কোটি মানুষ বেড-টি না হলে যেন দিন শুরুই হতে চায় না৷ কিন্তু ঠিক এইখানেই হয়ে যাচ্ছে বড় একটা সমস্যা, যা আমরা টেরও পাচ্ছি না৷

অনেকে বিভিন্ন ধরণের চা খেয়ে বা পান করে থাকেন৷ কেউ দুধ চা, কেউ বা আদা-দুধ চা, অথবা লিকার চা, কেউবা পান করেন গ্রীন টি৷ বিভিন্ন চা বিভিন্নভাবে প্রভাব ফেলে আমাদের শরীরের ওপর৷ অনেকে আবার মশলা চা খেতেও পছন্দ করেন৷

আপনি যদি সকালে তাড়াতাড়ি উঠে বেড-টি (Bed Tea) দিয়ে দিন শুরু করছেন, তার মানে আপনি খালি পেটে চা খাচ্ছেন৷ আর এভাবেই দীর্ঘদিন খালি পেটে চা খেতে খেতে পরিপাকক্রিয়ার ওপর একটা বড় প্রভাব পড়তে পারে৷ যা পরবর্তী সময়ে পেটের নানা সমস্যার  (Stomach Problem) অন্যতম কারণ হয়ে দেখা দিতে পারে৷

সকালে বেড-টি মানে আপনি মুখ না ধুয়েই চা খাচ্ছেন৷ এতে আপনার ওরাল হেল্থ বা মুখের অভ্যন্তরে সমস্যা হতে পারে৷ এতে মুখের দুর্গন্ধ বাড়তে পারে৷ এবং দীর্ঘদিনের এই অভ্যাসে মুখের এই দুর্গন্ধ আপনাকে সমস্যায় ফেলতে পারে৷

যদি আপনি খালি পেটে চা খেয়ে আপনার দিন শুরু করছেন তাহলে লক্ষ্য করে দেখবেন মূত্রত্যাগের মাত্রা বেড়ে যেতে পারে৷ এর ফলে আপনার শরীর থেকে জলের পরিমাণ হ্রাস পেতে থাকে৷ আর শরীরে জল কমে গেলে বিভিন্ন ধরণের উপসর্গ দেখা দিতে পারে৷ শরীর দুর্বল হয়ে পড়তে পারে৷

চা-তে বিদ্যমান থাকে ক্যাফিন, যা প্রতিদিন পেট খালি থাকা অবস্থায় শরীরে গেলে বিভিন্ন ধরণের সমস্যা হতে পারে৷ পেটের সমস্যার পাশাপাশি অ্যাসিডিটির সমস্যা (Acidity Problem) বাড়তে পারে৷ তাই খালি পেটে বেড-টি বা সকালের চা খাওয়ার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন৷

প্রসঙ্গত, অনেকে আবার আদা-চা খেতে (Ginger Tea) পছন্দ করেন, তারাও কিন্তু সাবধান৷ আদা চা অতিরিক্ত মাত্রায় খেলে অ্যাসিডিটি, হার্টের সমস্যা এবং ডায়েরিয়া হতে পারে। কারণ আদা চা রক্তের অ্যাসিডিক স্তরের বৃদ্ধি ঘটায়৷ আর এই আদা চা বেশি করে খেলে পেটের সমস্যার পাশাপাশি, রক্তচাপের সমস্যা, নিদ্রাহীনতা, পেট জ্বালা, রক্তে শর্করার মাত্রা হ্রাস পেতে পারে৷

আরও পড়ুন- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এইভাবে চা (Tea) তৈরি করে পান করুন

আদা -চা আপনার শরীরে কোনরকম ক্ষতি করছে না তো?

English Summary: Disadvantages of morning bed tea in empty stomach
Published on: 07 July 2020, 07:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)