'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 12 February, 2021 1:15 PM IST
Oil From Pine Tree (Image Source - Google)

পাইন মূলত ক্যারিবীয় অঞ্চলের গাছ।পাইন গাছ মূলত শীতপ্রধান দেশে হয়ে থাকে। চিরসবুজ এ গাছ ৪৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা সুতার মতো, সরু ও লম্বা। সাধারণত তিনটি পাতা প্রশাখার আগায় গুচ্ছবদ্ধভাবে থাকে। কখনও কখনও এর ব্যতিক্রম ও হতে পারে। গাছের ফাটা অংশ থেকে নির্গত নির্যাস থেকে ধুনা বের হয়। এর নগ্নবীজ প্রজাতীর উদ্ভিদ, ডালের আগার মোচায় বীজ উন্মক্ত থাকে। 

শীতের তীব্রতা না থাকায় আমাদের দেশের গাছগুলোয় ততটা প্রাণ থাকে না। এই গাছের বিশেষ কিছু উপকারিতা রয়েছে।

আসুন জেনে নেই এর উপকারিতা সম্পর্কে -

১. পাইন গাছের তেল শক্তিশালী এন্টিসেপটিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে।

২. পাইন গাছের তেল মালিশ করলে শরীরের আঘাতে বা কোন স্থান ফুলে গেলে  ভালো উপকার পাওয়া যায়।

৩. চর্মরোগের সমস্যা দেখা দিলে পাইন গাছের তেল ক্ষত স্থানে লাগালে চর্মরোগে ভালো উপকার পাওয়া যায়।

৪. শরীরের অতিরিক্ত রক্ত সঞ্চালন উদ্দিপিত করার জন্য এর তেল ব্যবহার করা হয়।

৫. মুখের ব্রণতে পাইন গাছের তেল মালিশ করলে ভালো ফল পাওয়া যায়।

৬. হাই-কোলেস্টেরলের সমস্যা থাকলে পাইন বাদাম খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা পাইনোলিক অ্যাসিড শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেলের মাত্রা বৃদ্ধি করে। এতে হৃদরোগের আশঙ্কা কমে।

গবেষণায় দেখা গেছে, পাইন বাদামে থাকা পুষ্টি উপাদান এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান স্ট্রেস, অ্যাংজাইটি, ও ডিপ্রেশন কমায়।

আরও পড়ুন - কালো আঙ্গুরের স্বাস্থ্য উপকারিতা (Health Benefit Of Black Grapes)

English Summary: Know some special benefits of pine tree oil
Published on: 12 February 2021, 01:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)