এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 24 January, 2021 2:35 PM IST
Java Apple (Image Credit - Google)

জামরুল (Java Apple) এক রকমের হালকা সবুজ রঙের মিষ্টি ফল। লাল রঙের জামরুলও পাওয়া যায়। প্ৰতিদিন একটি তাজা জামরুল খেলে আপনার পুষ্টিহীনতা কিছুটা হলেও পূরণ করা সম্ভব। সাধারনত বীজ থেকে গাছ হয়, কিন্তু ডাল কেটে জলে রাখলে শেকড় জন্মায়। জামরুলকে অনেকেই সাদা জাম বলে। প্রকৃতি যত বেশি রোদে তপ্ত থাকে জামরুল তত বেশি মিষ্টি হয়। অপরদিকে বৃষ্টিবহুল বছরে জামরুলের স্বাদ হয় পানসে।তবে হালকা লাল রঙের জামরুল খেতে অনেকটা আপেলের মত মিষ্টি হয়।

পুষ্টিগুণ (Nutritional Value) - 

সহজলভ্য এই ফলটির পুষ্টিমান খুবই চমৎকার। 

প্রতি ১০০ গ্রাম জামরুল থাকে ৫৬ ক্যালরি শক্তি, 

প্রোটিন ০.৫ থেকে ০.৭ গ্রাম,

 কার্বোহাইড্রেট ১৪.২ গ্রাম, 

খাদ্যআঁশ ১.১ থেকে ১.৯ গ্রাম,

 ফ্যাট ০.২ থেকে ০.৩ গ্রাম, 

ক্যালসিয়াম ২৯ থেকে ৪৫.২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, 

ফসফরাস ১১.৭ থেকে ৩০ মিলিগ্রাম,

এছাড়াও জামরুলে সামান্য পরিমাণে পাবেন ক্যারোটিন, থায়ামিন, নাইয়াসিন, এ্যাসকোরবিক এসিড।

জামরুলের উপকারিতা:

জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আসুন জেনে নেওয়া যাক, জামরুল খেলে আপনি কী কী উপকার পেতে পারেন।

১. ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল ক্যান্সারের ঝুঁকি কমায়।

২.জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে।

৩. কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল খুবই উপকারী একটি ফল।

৪.জামরুল ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

৫.জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে।

৬. জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়।

৭. চোখের নিচের কালো দাগ দূর করতেও জামরুলের ভূমিকা অনন্য।

আরও পড়ুন - রোজ খান একটি আপেল, আর শরীরের সমস্ত সমস্যা থেকে থাকুন দূরে (Health Benefits Of Apple)

English Summary: Know the nutritional value of Java Apple and some of the special benefits of eating this fruit
Published on: 24 January 2021, 02:35 IST