Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 29 August, 2020 3:01 AM IST
Lemon grass

১) হজমশক্তি বাড়ায়:-

লেমন গ্রাস পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে।এর মধ্যে Citral নামক এক উপাদান উপস্থিত যা হজম শক্তিতে সহায়তা করে।এটি বদহজম,পেটে ব্যথা,বমি বমি ভাব,কোষ্ঠ্যকাঠিন্য ইত্যাদি যাবতীয় পেটের রোগের উপশমে ভালো কাজ করে। 

২) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে :-

লেমন গ্রাস একটি প্রাকৃতিক উপাদান যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপযোগী।এটি পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরে প্রস্রাব এর উৎপাদন বৃদ্ধি করে রক্ত সঞ্চালন কে উত্তেজিত করে রক্ত চাপ কমায়।এটি লিভার কে শুদ্ধ করতে সহায়তা করে।এটি হৃদরোগ সংক্রান্ত সমস্যা কমাতে উপকারী ভূমিকা পালন করে। 

৩) ওজন হ্রাস করতে সহায়ক :-

লেমন গ্রাস ওজন হ্রাসে সহায়ক।এটি আপনার বিপাক কে বাড়িয়ে তুলতে সাহায্য করে যা হজম কে আরও দ্রুত করে।এটি ক্যালরি পোড়াতে সাহায্য করে।

৪) ত্বক ও চুলের পক্ষে উপকারী :-

লেমন গ্রাস ভিটামিন A ও ভিটামিন C এ ঠাসা, যা ত্বক ও চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট।এটি রক্ত সঞ্চালন উন্নত করে ত্বক কে পরিষ্কার রাখে।

৫) সর্দি,কাশি ও জ্বরে উপকারী :-

এটি প্রাচীনকাল থেকেই সর্দি কাশি ইত্যাদি রোগের নিরাময় রূপে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে।এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও আন্টি ফাঙ্গাল গুনে সমৃদ্ধ যা সর্দি,কাশি জ্বর ইত্যাদির সঙ্গে মোকাবিলায় সাহায্য করে এবং এতে উপস্থিত ভিটামিন C ইমিউনিটি শক্তি বাড়ায়।লেমন গ্রাস,তুলসী পাতা ও এলাচের গরম মিশ্রণ সর্দি কাশির নিরাময়ে দারুন কাজ করে।

৬) কার্যকারী ডিটিক্সিফায়ার:-

লেমনগ্রাসের শোধন বৈশিষ্ট্য, শরীর থেকে টক্সিন বের করে দেয়। লেমনগ্রাস একাধারে লিভার, অগ্ন্যাশয়, কিডনি এবং মুত্রথলি পরিষ্কার করার পাশাপাশি সার্বিকভাবে রক্ত চলাচল বাড়ায়। প্রতিদিন, লেমনগ্রাস চা খেলে সেটা রক্তস্রোত থেকে সব ধরনের ক্ষতিকারক উপাদান বের করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করে।

৭) আর্থারাইটিসের ব্যথা নিরাময় করে:-

লেমনগ্রাসের মধ্যে অ্যান্টি-ইনফ্লামেটারি এবং ব্যথা নিরাময়কারী গুণ ভরপুর থাকার ফলে এটা আর্থারাইটিস, রিউমাটিজম, গাউট এবং গাঁটের অন্যান্য ব্যথা-যন্ত্রণার নিরাময় করে। লেমনগ্রাস পেশীকে শিথিল করে এবং সেই কারণে খিঁচুনি এবং মচকানির দ্রুত নিরাময় হয়। দিনে দুবার লেমনগ্রাস চা খেলে, আর্থারাইটিসের ব্যথার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। লেমনগ্রাস তেল দিয়ে মালিশ করলেও উপকার পাওয়া সম্ভব। নারকেল তেলের সাথে লেমনগ্রাস তেল মিশিয়ে ক্ষতিগ্রস্ত স্থানে মালিশ করলে উপকার পাওয়া যায়।

(collected)

লকডাউন Period এ সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কমপক্ষে একটা বা দুটো লেবুঘাস ঘরে রাখুন।।। লেবুঘাস এর চা খান।।।।। Natural immunity বাড়ান।

Image source - Google

Related link - ঔষধি গুনে সমৃদ্ধ অবহেলিত ও অজানা গিমে শাক

(Indian periwinkle) ডায়াবেটিস থেকে লিউকেমিয়া রোগ প্রতিরোধে নয়নতারা

English Summary: Lemongrass is rich in medicinal properties
Published on: 29 August 2020, 03:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)