'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 24 July, 2019 6:18 PM IST

বর্ষার আর্দ্রতা সাধারণভাবেই পেঁয়াজের রোগপোকার প্রাদুর্ভাব বাড়াতে পারে। সেই জন্য রোয়া করার পরে যে সমস্ত রোগ ও পোকা বর্ষার পেঁয়াজকে আক্রমণ করতে পারে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রতিকার ব্যবস্থা এবার আলোচনায় থাকলো।

রোগ –

(১) পাতার বেগুনী দাগ ও ধ্বসা - বর্ষার আর্দ্রতায় ছত্রাক আক্রমণে পাতায় ও কলিতে ডিম্বাকার দাগ বড় হয়ে গাছ শুকিয়ে যায়। এই রোগ খরিফ পেঁয়াজের প্রভূত ক্ষতি করতে পারে।

প্রতিকার ও নিয়ন্ত্রন ব্যবস্থা –পরিচ্ছন্ন চাষের সঙ্গে শোধন করে ভালো বীজ লাগাতে হবে। জমিতে জৈব সারের সঙ্গে  ট্রাইকোডারমা মেশাতে হবে। ছত্রাকের আক্রমণ হলে ক্লোরোথ্যালোনিল ২ গ্রাম বা ডাইফেনকোনাজোল ১/২ গ্রাম বা প্রোপিকোনাজোল ১ মিলি বা অ্যাজক্সিস্ট্রবিন ১.৫ মিলি প্রতি লিটার জলে আঠা দিয়ে স্প্রে করুন।

(২) স্টেমফাইলাম ধ্বসা –পাতায়, কলিতে হালকা কমলা / হলুদ দাগ ও পরে কলি শুকিয়ে পুরো গাছ নষ্ট হয়।

প্রতিকার ও নিয়ন্ত্রন ব্যবস্থা –পরিচ্ছন্ন চাষের সঙ্গে শোধন করে ভালো বীজ লাগাতে হবে। জমিতে জৈব সারের সঙ্গে  ট্রাইকোডারমা মেশাতে হবে। ছত্রাকের আক্রমণ হলে ক্লোরোথ্যালোনিল ২ গ্রাম বা ডাইফেনকোনাজোল ১/২ গ্রাম বা প্রোপিকোনাজোল ১ মিলি বা অ্যাজক্সিস্ট্রবিন ১.৫ মিলি প্রতি লিটার জলে আঠা দিয়ে স্প্রে করুন।

পোকা –

(১) থ্রিপস বা চোষী পোকা – চারা বড় হতে শুরু করলে পেঁয়াজ পাতা রসস্থ হলে থ্রিপসের পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ দশা রস চুষে খায় ফলে পাতা শুকাতে করে। ধীরে ধীরে গাছ বসে গিয়ে ফলন নষ্ট হয়।

প্রতিকার ও নিয়ন্ত্রন ব্যবস্থা – পরিচ্ছন্ন চাষের সঙ্গে রোয়ার আগে শিকড় ধুয়ে ইমিডাক্লোপ্রিড ১ মিলি/ ৩ লি. জলের দ্রবণে শোধন ও চাপানে ফিপ্রোনিল দানা বিষ দিতে হবে। প্রথম চাপান দেবার আগে বিঘা-প্রতি ২৫-৩০ টি হলুদ আঠালো ফাঁদ বাঁশের লাঠির ও পাটের দড়ি দিয়ে লাগিয়ে দিন। আক্রমণ চোখে পড়লেই থায়ামিথোক্সাম ১ গ্রাম/৫ লি. জলে বা স্পাইরোমেসিফেন ১/২ মিলি/ লি. জলে স্টিকার সহযোগে স্প্রে করুন।

English Summary: At the time of monsoon onion disease insect and its remedy
Published on: 27 February 2018, 10:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)