কলা চাষে দ্বিগুণ লাভ হবে, দিতে হবে বিশেষ নজর ৫৫ টাকা জমা দিলে কৃষকরা পাবেন ৩০০০ টাকা পেনশন, জেনে নিন প্রকল্পের খুঁটিনাটি বাড়ছে লাম্পি ভাইরাসের প্রভাব, ১৬ রাজ্যে জারি করা হল সর্তকতা
Updated on: 19 April, 2022 12:59 PM IST
হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়াই অভিনব উপায়ে বিষ মুক্ত লেটুসসহ শাক-সবজি ও ফল চাষ হচ্ছে

দ্রুত জনবসতি বৃদ্ধি পাওয়ার কারণে কমছে কৃষি জমি। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে বাগান কিংবা সবজি চাষ করতে পারেন না। তবে আশার কথা হচ্ছে এখন মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে বিষ মুক্ত লেটুসসহ শাক-সবজি ও ফল চাষ হচ্ছে। 

গ্রিন হাউসের মতো বিশেষ পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত এই সব শাক-সবজি সরবরাহ করা হচ্ছে দেশের নামীদামি সব রেস্টুরেন্টগুলোতে।

প্লাস্টিক পাইপের মাধ্যমে ১৬টি খাদ্য উপাদান মিশ্রিত অটো পাম্পের মাধ্যমে সঞ্চালন করে মাটি ছাড়া চাষাবাদ চলছে। পাইপের ছিদ্র দিয়ে বেড়ে উঠছে গাছ। স্বল্পপরিসরে বিভিন্ন রকমের সবজি চাষ করছেন কৃষকরা। শসা, লাউ, কাচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, সহ আরও কয়েক ধরনের সবজি চাষ হচ্ছে এই পদ্ধতিতে ।

আরও পড়ুনঃ আনারস চাষ করে লাভের মুখ দেখছেন পাহাড়ের কৃষকরা

এ চাষাবাদে একটি জলের পাম্প দিয়ে দিনে দুবার মাটির বিভিন্ন উপাদানমিশ্রিত জল আদানপ্রদান করা হয়। উৎপাদিত এই সব শাক-সবজি বিভিন্ন জেলায় বাজার জাত করছেন চাষীরা। 

আরও পড়ুনঃ পেঁয়াজের দরপতন! চিন্তার ভাঁজ কৃষকদের, বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন ফসল

২০১৭ সালে ৬০ শতক জমি নিয়ে পরীক্ষামূলক মাটি ছাড়া এই বিশেষ পদ্ধতিতে চাষ শুরু করেন বাংলাদেশের  ৬ যুবক যৌথভাবে লেটুস সহ শাক-সবজি ও ফল চাষ শুরু করেন। অভিনব এই পদ্ধতিতে আবাদ করে সফলও হয়েছেন তারা। ২০১৯ সাল থেকে তাদের খামারে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে বিদেশি সবজি লেটুসসহ দেশীয় ফল ও শাক-সবজি।

English Summary: Cultivate non-toxic vegetables without soil in this method
Published on: 19 April 2022, 12:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)