এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 1 June, 2023 6:23 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ ভারতীয় কৃষকরা বেশি উৎপাদনের পাশাপাশি কম সময়ে ভালো লাভের জন্য মৌসুমের ভিত্তিতে ফসল চাষ করে। আপনাদের অবগতির জন্য বলে রাখি আমাদের দেশে তিন ঋতু অনুযায়ী চাষ করা হয়। প্রথম খরিফ মৌসুম, দ্বিতীয় রবি মৌসুম এবং তৃতীয় জায়েদ মৌসুম। এই মাস মানে কৃষকরা তাদের জমিতে জুন-জুলাই মাসে ফল চাষ করতে পারে। তাহলে আসুন এই নিবন্ধের মাধ্যমে জেনে নেওয়া যাক এই সময়ে কৃষকদের কোন ফল চাষ করা উচিত।

আম  

এ সময় নতুন আমের বাগান করার জন্য কৃষকদের রোপনের কাজ শুরু করতে হবে। এর পর ফল কুড়িয়ে বাজারে পাঠানোর কাজ করুন।এর পাশাপাশি বাগানে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।যাতে ফলন ভালো হয়।

আরও পড়ুনঃ ঘরে বসে গোলাপজল তৈরি করে আয় করুন লাখ লাখ টাকা

কলা  

জুন-জুলাই মাসে কৃষকদের কলা গাছ থেকে অবাঞ্ছিত পাতা তুলে গাছে মাটি দিতে হবে। এছাড়াও, একটি নতুন বাগান লাগানোর জন্য চারা রোপণের কাজ শুরু করুন।

পেয়ারা  

জুন-জুলাই মাসে কৃষকদের পেয়ারার জন্য নতুন বাগান রোপনের কাজও শুরু করতে হবে । যাতে তিনি সময়মতো ভালো ফলন পেতে পারেন।

লিচু  

লিচু চাষিদের অবশ্যই তাদের বাগানে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন বাগান করার কাজও করুন। যাতে আপনি একটি ভাল ফসল পেতে পারেন।

আরও পড়ুনঃ Profitable Farming: তেলের দাম ২০ হাজার টাকা, চাহিদা বাড়ছে এই সুগন্ধি চাষে

জানিয়ে রাখি, এই ফলগুলো ছাড়াও কৃষকরা এই মৌসুমে অন্যান্য ফসলের চাষাবাদ করতে পারেন ।যাতে সে বেশি বেশি আয় করতে পারে। 

English Summary: Cultivate this fruit in June-July
Published on: 01 June 2023, 06:05 IST